নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হলো টালা ব্রিজের।বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫টা ৪৯ মিনিট নাগাদ রিমোটে উদ্বোধন করেন তিনি।এদিন উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী জানালেন 'পুজোর আগে এটা উপহার',।
নতুন সেতুটি অত্যাধুনিক পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে।৪৬৮ কোটি টাকা ব্যায় হয়েছে এই নতুন টালা ব্রিজ তৈরি করতে। নবনির্মিত এই টালা সেতু নির্মাণে ব্যবহার করা হয়নি কোন নাটবোল্ট। এর ফলে নাকি এই সেতুর স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এই সেতুর নকশা রেলের পর অতি দ্রুত মনোনীত হয়েছে সিআরএসের।তবে পুজোর আগে টালা সেতু খুলে যাওয়ার ফলে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।
তবে এদিন নতুন টালা ব্রিজের উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'কোভিডের জন্য কিছুটা সমস্যা হয়েছে,এছাড়াও রেল অনেকটা সময় নিয়েছে।তবে আগের ব্রিজের চেয়ে নতুন ব্রিজ অনেক দীর্ঘ ,নতুন টালা ব্রিজ অনেক বেশি চওড়া।তবে এখনই বড় গাড়ি নয়, ছোট গাড়ি চলবে।নতুন ব্রিজ তৈরির ফলে যান চলাচলে অনেক সুবিধা হবে।'
তিনি আরও জানিয়েছেন,'এই নতুন টালা ব্রিজ তৈরির পুরো টাকা রাজ্য সরকার দিয়েছে। শুধু ব্রিজ ভাঙা এবং গড়া বাবদ রেলকেও ৯০ কোটি টাকা দিতে হয়েছে। তবে আগামীদিনে কলকাতা জুড়ে আরও উড়ালপুল হবে।যার ফলে ট্রাফিক জ্যাম আরো কমবে। এছাড়াও আরও ৪টি বিমানবন্দর হবে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।