দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ,অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

সেপ্টেম্বর ৩০, ২০২১ সকাল ০৯:৩৫ IST
61549b6cb361d_Screenshot_2021-09-29-21-57-43-64

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান -  দিনের পর দিন এক নাবালিকাকে  নির্মমভাবে ধর্ষণ করার অপরাধে বুধবার অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পশ্চিম বর্ধমান আসানসোল আদালতের সেকেন্ড জজ। পাশাপাশি অভিযোগকরী কিশোরীকে সরকারি পক্ষ থেকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।


ঘটনার প্রসঙ্গে সরকারি পক্ষের বিচারপতি জানিয়েছেন, ২০১৮ সালে ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে চকলেটের নাম করে জোর করে তাকে ধর্ষণ করে উত্তর থানার বাসিন্দা কিরণ হাজরা নামে এক ব্যক্তি। পরবর্তীতে অভিযুক্ত সেই ধর্ষণ অব্যাহত রাখে টানা ১ বছর। তবে সম্প্রতি নাবালিকার পরিবার বিষয়টি জানতে পারায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তে নেমে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে পেশ করলে সকল তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে বিচারক ধৃত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানাও ধার্য্য করে অভিযুক্তের উপর। এমনকি অভিযোগকারী কিশোরীকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ থেকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১শে ডিসেম্বর ১১ বছর বয়সী এক কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে কিরণ হাজরা নামে এক ব্যক্তি। পরবর্তীতে বিভিন্ন ভাবে প্রলোভন ও ভয় দেখিয়ে এলাকার জঙ্গলপূর্ণ এলাকা বা কমিউনিটি হলে নিয়ে গিয়ে তাকে বার বার ধর্ষণ করে। তবে সম্প্রতি কিশোরীর পরিবার বিষয়টি জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ রুজু করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার আদালতে পেশ করলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি কয়েক হাজার টাকা জরিমানা ঘোষণা করেন আসানসোল পকসো আদালতের সেকেন্ড জজ। পাশাপাশি দীর্ঘদিন ধরে নির্যাতিত কিশোরীকে ক্ষতিপূরণ হিসেবে ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন বিচারক।

ভিডিয়ো

Kitchen accessories online