নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - আজ গণেশ চতুর্থী। আজকের দিনে গোটা দেশ এর আমেজে মেতে থাকে। মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতের একাধিক শহরে বিঘ্নহরতার পুজো করা হয়। এদিন সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটিরা গণেশের আরাধনা করে থাকেন। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই দক্ষিণী বিনোদন জগৎ। বলিউডের মতো দক্ষিণী ইন্ড্রাস্ট্রির নামী তারকারা তাদের বাড়ি বিনায়কের পুজো করেছেন।
মহেশ বাবু, ধানুশ, রাম চরণ সহ অন্যান্য সেলিব্রিটিরা সেদিনের ছবি এবং ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারা ছবি শেয়ার করেছে, আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের পোস্টের মাধ্যমে ভগবান গণেশের আশীর্বাদ ও জ্ঞানের জন্য শুভ বার্তা দিয়েছেন। অভিনেতা মহেশ বাবু তার বাড়িতে রাখা গণপতি মূর্তির একটি ছবি শেয়ার করে লখেন, 'আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই! আগামী বছরটি ভগবান গণেশের জ্ঞান দ্বারা পরিচালিত হোক'।
এদিকে রাম চরণ, যিনি সম্প্রতি তার প্রথম কন্যা সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানিছেন, তিনি গণেশ চতুর্থীর দিন তার পরিবারের সমহ একটি দুর্দান্তভাবে উদযাপন করেছেন। তাদের শিশুকন্যার জন্মের পর তাদের প্রথম উদযাপন। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাম চরণ লেখেন, 'সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ভগবান বিঘ্নেশ্বরের আশীর্বাদে, আমি প্রার্থনা করি যে জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং সবার জন্য শুভকামনা আসবে। এই সময়টি বিশেষ... সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা! এই বছর ছোট্ট মেয়ের সঙ্গে প্রথম উৎসব উদযাপন করা হচ্ছে'।
পুষ্প অভিনেতা আল্লু অর্জুনও ভগবান গণেশকে বাড়িতে নিয়ে এসেছিলেন এবং উদযাপন উপলক্ষ্যে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তার স্ত্রী আল্লু স্নেহা রেড্ডিও আল্লুর সঙ্গে একটি ছবি শেয়ার করতে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। এদিকে ধানুশ তার ছেলেদের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেছিলেন। তারা তার বাড়িতে পুজো করেন এবং ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'বিনয়গর চতুর্থীর শুভেচ্ছা'।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান