অমৃতবাজার এক্সক্লুসিভ -
"রানার ছুটেছে তাই ঝুম্ঝুম্ ঘন্টা বাজছে রাতে
রানার চলেছে খবরের বোঝা হাতে,
রানার চলেছে, রানার !
রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার "
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় উল্লিখিত ' রানার ', ভোর হওয়ার আগেই বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিত। তবে বিজ্ঞানের আশীর্বাদে মানুষ বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। ফলে কবি সুকান্তের সেই রানারেরও পরিবর্তন হয়েছে যে তা বলা চলে। পরিবর্তিত এই রানার চিঠি বিলির বদলে খাবার, পোশাক বা দৈনন্দিন জিনিস সরবরাহ করে। বিরামহীনভাবে রোদ, বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে চলেছে সে শুধুমাত্র গ্রাহকদের প্রয়োজন মেটাতে। অথচ দিনের শেষে তাদের খবরই কেউ রাখে না।
সম্প্রতি প্রকাশিত ড. সৌমিক দাসের কম্পোজিশনে তৈরি 'ডেলিভারী বয়' গানটিতে শহরের বুকে ছুটে বেড়ানো রানার ওরফে ডেলিভারী বয়দের কথাই তুলে ধরেছেন তিনি। এই মানুষগুলো শহরের ঘুম ভাঙ্গার পর থেকে সে ঘুমাতে যাওয়া পর্যন্ত তার যাবতীয় চাহিদা মেটাতে থাকে। কিন্তু তাদের কথা সাধারণ মানুষ থেকে সরকার কেউই ভাবে না। তারা ঠিকঠাক তাদের প্রাপ্য মাইনেটুকু পাচ্ছে কি না তাও কেউ খোঁজ রাখে না। অনেক শিক্ষিত ছেলেমেয়েরাই চাকরির অভাবে পরিবারের স্বার্থে এই জীবিকা গ্রহণ করেন। অথচ তাতেও নীরব এই দেশের সরকার। কোনো ঘটনা ঘটলেই হয় ধর্ম, বিরোধী দলের নিন্দা এটাই মুখ্য বিষয় এদের। তিন মিনিটের গানের মধ্যে দিয়ে কম্পোজার সরকারের নীরবতার মুখোশকে টেনে খুলেছে।
'ভোট আসে ভোট যায় সরকার ক্ষীর খায়, ওঠে শুধু সিবিআই ঢেউ'
দেশের বেকারত্বের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্যার সংখ্যা। তাছাড়া বর্তমান পরিস্থিতির কারণেও বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন। কিন্তু সেদিকে কারোরই কোনো লক্ষ্য নেই। সে শুধু যখন ভোট আসে তখন চাকরির কথা বলে কিন্তু ভোট মিটলেই চলে শুধু একে অন্যকে দোষারোপ আর ইডির তোপ। তবে সরকার নিজের গদি টিকিয়ে রাখার তাগিদে কাজের পরিবর্তে ভিক্ষার ঝুলি স্বরূপ সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে নানান প্রকল্প। কিন্তু এই ব্যবস্থাই বা আর কতদিন চলবে? কতদিনই বা সাধারণ মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত থাকবে? এই প্রশ্ন বোধহয় কেউ তোলে না।
"শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেচে খেল , কারো কোনো মাথা ব্যথা নেই , নেতাদের বাড়ি গাড়ি আর টাকা কাঁড়িকাঁড় , এরা থেকে যায় যে কে সেই"
সম্প্রতি এক গোল্ড মেডেলিস্টকে ডোমের চাকরিতে আবেদন করার ঘটনাও প্রকাশ্যে আসে। এই ঘটনা দেশের ভয়ংকর বেকারত্বকেই তুলে ধরেছে। এছাড়া বহু শিক্ষিত যুবক - যুবতী তাদের উপযুক্ত চাকরি না পাওয়াতে শুধুমাত্র সংসার চালানোর দায়ে ডেলিভারী বয়ের কাজে নিযুক্ত হচ্ছেন। গানের মাধ্যমে ছত্রে ছত্রে সমাজের নগ্ন রূপ প্রকাশ্যে আনার অদম্য প্রয়াস রচয়িতার। অবশেষে বলা যায়, সরকার প্রতিবারের মিথ্যা প্রতিশ্রুতি বদলে যদি সত্যি বেকারত্বের সমস্যা নিয়ে একটু তৎপর হতো তাহলে হয়তো অনেক ছেলে মেয়ে যেমন তাদের স্বপ্ন সত্যি করতে পারত, তেমনি বহু মানুষ তাদের জীবন আরও সুন্দর করে সাজাতেও পারত।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী