DSP বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুরে

এপ্রিল ০২, ২০২১ বিকাল ০৬:৫৪ IST
60670b3a9833a_768-512-11247858-1-11247858-1617336731686

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - বেসরকারিকরণ এবং বেতন চুক্তি সম্পন্ন না হওয়ার প্রতিবাদে, দুর্গাপুরে বিক্ষোভ প্রদর্শন করে, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে, বিক্ষোভে ফেটে পড়েছেন তারা। 

দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিইউসির সদস্যরা জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শ্রমিক সংগঠনের আয়োজিত বৈঠকে নতুন করে বেতন চুক্তি লঘু করা হয়নি এবং ভিলাই, দুর্গাপুর ইস্পাত কারখানা সহ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের এই সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ। 

আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ঘোষ জানিয়েছেন, "দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী ও ঠিকা শ্রমিকদের কারখানায় ঢুকতে দেওয়া হবে না ৷ যতদিন না স্থায়ী সমাধান হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।"

ভিডিয়ো

Kitchen accessories online