বাংলাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১ হাজার পার

অক্টোবর ০২, ২০২৩ রাত ০৯:৩৬ IST
651aba72ddb56_Screenshot_2023-10-01-12-53-28-82_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ডেঙ্গুর আতঙ্কে শিহরিত গোটা বাংলাদেশ। এবারের ডেঙ্গু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বছরের শুরু থেকে জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা কিছুটা কম হলেও জুলাই থেকে বাংলাদেশ যেন এডিস মশা ও ডেঙ্গুর চারণভূমি হয়ে উঠছে। গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন প্রায় ৮০ হাজার মানুষ এবং মারা মৃত্যু ঘটে প্রায় ৩৯৬ জনের। গত ৯ মাসে ডেঙ্গুতে মৃত্যু প্রায় এক হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা যান ১৭ জন। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮২ জন রোগী। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬ হাজার ২৮৮ জনে। রোগী ভর্তির এ সংখ্যাও সব রেকর্ড ছাড়িয়ে গেল।

এদিন বিশেষজ্ঞরা জানান, 'বিশ্বের কোনও দেশেই ডেঙ্গুতে এত মৃত্যু হয়নি আগে। এমনকি বিশ্বে অধিক ডেঙ্গু সংক্রমণের শীর্ষে থাকা ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। দেশের আবহাওয়া, তাপমাত্রা ও আর্দ্রতায় ডেঙ্গুর ধরন এবং উপসর্গ বদলেছে। ডেঙ্গুতে জটিল রোগীদের মাল্টিপল অর্গান ফেইলিউর হচ্ছে। ফলে ৯০ ভাগ রোগীর প্রাণ যাচ্ছে ডেঙ্গু শক সিনড্রোমে। দিন যত যাচ্ছে এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। এবার বছরের মাঝামাঝি থেকে এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকারে বাড়ার মধ্যে বছরের প্রথম নয় মাসেই তা হাজার ছাড়াল'।

ভিডিয়ো

Kitchen accessories online