নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দিন যত এগোচ্ছে ততই ভয় বাড়াচ্ছে ডেঙ্গু। রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে প্রতিদিন প্রায় ১০-১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আপাতত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪৫। এরমধ্যে শুধুমাত্র দক্ষিণ দমদমেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। এবার এই ডেঙ্গু প্রতিরোধের দাবিতে দক্ষিণ দমদম পুরসভার গেটে সামনে বিক্ষোভ মিছিল করেন কংগ্রেস কর্মীরা। ডেঙ্গু প্রতিরোধে পুরসভার ব্যর্থতা নিয়ে আঙুল তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
সূত্রের খবর , চলতি মাসের শুরুতেই হাওড়ার পর দক্ষিণ দমদমেও ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর প্রতিবাদে আজ প্রতীকী পতাকা হাতে 'বন্দে মাতারাম' সুর তুলে, মশারি টাঙিয়ে দক্ষিণ দমদমের পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।