বাংলাদেশে ডেঙ্গুর বাড়বাড়ন্ত, ২৪ ঘন্টায় মৃত বেড়ে ১৬

অক্টোবর ০৪, ২০২৩ রাত ০৮:২৮ IST
651d7bb79b868_Screenshot_2023-10-01-12-53-28-82_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ডেঙ্গুর আতঙ্কে শিহরিত গোটা বাংলাদেশ। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন। মৃত্যু ঘটে ১৬ জনের। এরমধ্যে ঢাকার মধ্যে ৭ জন এবং ৯ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এই নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৪ হাজার ২৪৭ জনে। আজ স্বাস্থ্য দফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএ তথ্য জানানো হয়।

B

এদিন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট নয় হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ঢাকায় ২ হাজার ৯৪৫ জন এবং দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ তিন হাজার ৯১৭ জন।

ভিডিয়ো

Kitchen accessories online