দেশে ফিরতেই পাল্টি , সামনে পেয়েই করণকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা

এপ্রিল ০১, ২০২৩ বিকাল ০৬:৪৯ IST
642816ffcb459_IMG_20230401_164113

নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউডের রাজনীতি সম্পর্কে কয়েকদিন আগেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সকলকে অবগত করেছিলেন। জানিয়েছিলেন, নোংরা রাজনীতির জন্যই তাকে দেশ ছাড়তে হয়েছিল। প্রিয়াঙ্কা কারোর নাম না নিলেও তার আক্রমণের তিরে যে করণ জোহর ছিলেন, তা বুঝে নিতে অসুবিধা হয়নি কারোরই। তবে দেশে ফিরতেই পাল্টি খেয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া। করণ জোহরকে দেখতেই  তাকে সকলের সামনে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে এমনই দৃশ্য ফুটে উঠলো, যা দেখে রীতিমতো হতবাক নেট পাড়া।

শুক্রবারই স্বামী নিক জোনাস, মেয়ে মালতী মেরিকে নিয়ে দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। জোর গুঞ্জন তুতোবোন পরিণীতি চোপড়ার বিয়ে কিংবা রোকা অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন তিনি। তবে প্রিয়াঙ্কা-নিক শুক্রবার আমন্ত্রিত ছিলেন ‘নীতা আম্বানি কালচারাল সেন্টারের ' উদ্বোধনেও। সেখানে দীপিকা, রনবীর, করণ জোহর সহ বলিউডের বহু তারকাই আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, করণের মুখোমুখি হতেই উচ্ছ্বাসিত হয়ে তাকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা। একে অপরের হাত ধরে বেশকিছুক্ষণ কথাবার্তা বলতেও দেখা গেল তাদের। করণের কথা শুনে প্রিয়াঙ্কাকে হেসে গড়িয়ে পরতেও দেখা গেল। আবার প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও কথা বললেন করণ।

এদিকে প্রিয়াঙ্কা করণের ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া। একজন লিখেছেন, ‘ইনিই নাকি সেই ব্যক্তি, যিনি নাকি প্রিয়াঙ্কার বলিউড করিয়ার নষ্ট করে দিয়েছিলেন।’ কেউ লিখেছেন, 'যাই হোক প্রিয়াঙ্কা-নিক দুজনেই করণকে জড়িয়ে ধরতে প্রস্তুত।' কারোর মন্তব্য, ‘এতো এক্কেবারেই পাল্টি!’ কারোর কটাক্ষ, ‘আপনাকেও খেলতে শিখতে হবে, নাহলে অন্যরা আপনাকে চিবিয়ে থু থু করে ফেলে দেবেন।’

প্রসঙ্গত , পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কার দাবি ছিল, বলিউডের কিছু লোকজনের নোংরা রাজনীতিক শিকার তিনি। তাকে একঘরে করে দেওয়া হয়েছিল, ছবিতে কাস্ট করা হচ্ছিল না। তাই একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়ে হলিউডে এসেছিলেন। যদি এর পিছনে ঠিক কারা ছিলেন, সেই নামগুলি নেননি প্রিয়াঙ্কা। তবে প্রিয়াঙ্কার পুরনো বন্ধু কঙ্গনা রানাওয়াত বলেন, ‘কারোরই বুঝতে বাকি নেই প্রিয়াঙ্কা করণ জোহরের কথা বলছেন। কারণ প্রিয়াঙ্কা শাহরুখ ঘনিষ্ঠ হতেই করণ তাকে দেশছাড়া করেন।

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online