নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিরাপদ শহরের তকমা পেতেই বিজেপি তৃণমূল তরজা। মঙ্গলবার নারী নির্যাতনের ওপর হওয়া সমীক্ষার রিপোর্ট পেশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। ২০২১ এর পর ফের ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেল কলকাতা। অন্যদিকে মেয়েদের বিরুদ্ধে নির্যাতনের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেই নিয়েই রাজনৈতিক মহলে চলছে বিপক্ষ দলের কাদা ছোড়াছুড়ি।
তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট করেন,'টানা ৫ম বছর, বিজেপি শাসিত অসমে ২০২১ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ হার রেকর্ড করেছে। প্রধানমন্ত্রী যখন আমরা বলেছিলাম, 'নারী শক্তি' এবং মহিলাদের সম্মান করার কথা বলা উচিত নয় আপনার, আমরা এটাই বোঝাতে চেয়েছি। আপনার ব্যর্থতা প্রমাণিত। "
কলকাতা পুলিশ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে বলে,'এই পরিসংখ্যান আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির জায়গা নেই। শহরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আরও সুদৃঢ় করে তোলা হচ্ছে পরিকাঠামো। নজরদারি বাড়ানো হয়েছে। শক্তিশালী হয়েছে প্রযুক্তি প্রহরাও। কলকাতাকে বিপদ-মুক্ত রাখার জন্য আমাদের একাধিক বাহিনী সবসময় প্রস্তুত। এরই পাশাপাশি, সচেতনতা গড়ে তোলার জন্য একাধিক উদ্যোগ ও প্রচারও জারি রেখেছি আমরা। সাধারণ নাগরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় হচ্ছে রোজ। কলকাতাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই আমাদের লক্ষ্য। অনুরোধ, পাশে থাকুন'।
২০২১ সালে সারা দেশে মোট চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ অনুযায়ী, দেশে আগের বছরের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেড়েছে নারী নির্যাতন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হওয়া এই সমীক্ষায় সংখ্যার বিচারে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করেন, "এনসিআরবি ডেটাও বলছে যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে অপরাধ ১৫.৩% বেড়েছে৷দিল্লি মহিলাদের জন্য একদমই নিরাপদ নয়। যে শহরের আইন ও শৃঙ্খলা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত।
এটাই বিজেপির নারী শক্তির দৃষ্টান্ত!"
তৃণমূলের সাধারণ সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেন,'স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের হাতে দুটো কাজ রয়েছে: বাড়িতে তার ছেলেকে জাতীয়তাবাদ সম্পর্কে শেখানো এবং তার মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সাজানো। দিল্লিতে বাড়তে থাকা অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। ইডি-এর সাথে পুতুল খেলার পরিবর্তে তার বেঙ্গল মডেল অফ গভর্নেন্স থেকে শিক্ষা নেওয়া উচিত'।
অন্যদিকে এনসিআরবির নিরাপদ শহরের তালিকায় কলকাতার পরই দ্বিতীয় স্থানে আছে পুনে (২৫৬.৮)। অন্যান্য শহরের মধ্যে রয়েছে কানপুর (৩৩৬.৫), বেঙ্গালুরু (৪২৭.২) এবং মুম্বাই (৪২৮.৪)। এনসিআরবি-র ২০২০ রিপোর্টে কলকাতা ১২৯.৫ স্কোর করেছিল। রিপোর্ট অনুসারে, এর অপরাধের হার ২০২১ সালে ৯২.৬ -এ নেমে এসেছে।
রিপোর্ট বলছে, বাড়িতেও সুরক্ষিত নয় নারীরা। এই সমীক্ষা বলছে, নারী নির্যাতন মামলায় সবচেয়ে বেশি নির্যাতন হয় ‘স্বামী ও তাঁর পরিবারের দ্বারা'। নারী নির্যাতনের ৩১.৮ শতাংশই এই নির্যাতন। অন্যদিকে গৃহস্থ নির্যাতন ঘটনায়, স্বামী ও পরিবারের হাতে নির্যাতনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার