নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে কয়েকদিন আগেই শহরের করোনা আক্রান্তদের পাশে দাড়িয়ে তাদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন টলিউড সুপারস্টার তথা সাংসদ দেব। এবার তাঁর নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের মানুষের জন্য একই পরিষেবা চালু করলেন দেব।
গত মঙ্গলবারই দেব এক ট্যুইট বার্তায় নিজের রেস্তরাঁ টলি টেলসের পক্ষ থেকে শহরের করোনা আক্রন্তদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার কথা জানান। ট্যুইট বার্তায় অভিনেতা লেখেন, "আমদের টলি টেলস টিম এবং সর্দারনি পরমজিৎ কৌর মেডিক্যাল ট্রাস্টের তরফ থেকে শহরের করোনা আক্রান্তদের আজ থেকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে। আজ আমরা ৫০ জনকে খাবার পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এই পরিষেবা শুরু করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই পরিষেবা বাড়ানো হবে। আপনারা প্রয়োজন মত টলি টেলস থেকে এই পরিষেবা পেতে পারেন।"
এবার এই একই পরিষেবা দেব শুরু করলেন তাঁর লোকসভা কেন্দ্র ঘাটালের করোনা আক্রান্ত মানুষদের জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় যে সব মানুষ করোনা আক্রান্ত তাদের নির্দিষ্ট বাসস্থানে বিনামুল্যে খাদ্য সরবরাহ করা হবে। তবে পরিষেবা পাওয়ার জন্য রয়েছে একটি শর্ত। এই পরিষেবা নিতে গেলে অবশ্যই করোনা পসিটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামুলক।
পরিষেবা নেওয়ার জন্য করোনা রোগীদের নিম্নোক্ত ফোন নম্বরে ফোন করে জানাতে হবে।
ফোন নম্বর গুলি হল – ৯৬৭৯৪৬৮৯৭১
৭০৪৭৩৭৬৫০১
৭৩৮৪৬৮৩০৩৫
৭৪০৭৮০৩০১১
প্রসঙ্গত, ইতিপূর্বে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা ছাড়াও করোনা নিয়ে মানুষকে সচেতন করতে ভোটের প্রচারে গিয়েও বার বার মানুষকে মাস্ক পরতে বলেছেন অভিনেতা। মাস্ক না পরলে তার সভাতে আসা যাবে না বলেও মানুষকে নির্দেশ দিয়েছেন দেব। এছাড়া করোনা আক্রান্ত বহু মানুষকে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা