ঢাকার ১৫ এলাকায় ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশী

অক্টোবর ০৩, ২০২৩ রাত ০৮:০১ IST
651c08d197603_Screenshot_2023-10-01-12-52-22-43_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ডেঙ্গুর আতঙ্কে শিহরিত গোটা বাংলাদেশ। চলতি বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোনও ভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে দিনের পর দিন ঢাকার অবস্থা ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ শুরুর পর যাত্রাবাড়ী সবচেয়ে বেশী আক্রান্ত এলাকা ছিল। কিন্তু গত মাসের শেষ সপ্তাহে রাজধানীর ১৫ টি এলাকার নাম উঠে এসেছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংক্রমিত ১৫টি এলাকার মধ্যে ১১টিই আবার ঢাকা উত্তর সিটির। এরমধ্যে শীর্ষে রাজধানীর পল্লবী এলাকা। উত্তরা দ্বিতীয় এবং বাড্ডা তৃতীয় স্থানে রয়েছে। এছাড়াও ক্যান্টনমেন্ট, দক্ষিণখান, মিরপুর, গুলশান, রামপুরা, কাফরুল, খিলক্ষেত, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় নামও উঠে এসেছে।

চলতি বছর ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৫৮৪ জন। মৃত্যু ঘটেছে ১ হাজার ১৭ জন। এরমধ্যে ঢাকার মধ্যে ৬৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৬২ জন। এক্ষেত্রে বিশেষজ্ঞরা সাধারণ মানুষদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।

এদিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, 'ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে'।

ভিডিয়ো

Kitchen accessories online