নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে ৫০ বছরের এক ব্যক্তির খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীয়া জেলার হাসখালি থানার অন্তর্গত বেনালি এলাকায়। স্বামীকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম মৃতের স্ত্রী। পুরোনো শত্রুতার জেরেই খুন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পলাতক। তাকে খুঁজতে অভিযান শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই হাসখালিতে অটোচালকের কাজ করতেন শিফুল মন্ডল। গত দেড় মাস আগেই অটো বিক্রি করে রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছেন তিনি। অভিযোগ , এলাকায় কারোর সঙ্গে শত্রুতা না থাকলেও সোমবার রাত ৮টা নাগাদ প্রশান্ত বিশ্বাস নামক প্রতিবেশী যুবক বাড়ির পিছনে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করে তাকে। শিফুল মন্ডলের আর্তনাদ শুনে তার স্ত্রী মিনতি মন্ডল তাকে বাঁচাতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে হাতের ২টি আঙ্গুল কেটে দেয় প্রশান্ত বিশ্বাস নামক প্রতিবেশী যুবক। ঘটনা চাউর হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস।
নিজে গুরুতর জখম হওয়ার সত্ত্বেও মিনতি মন্ডল শিফুল মন্ডলকে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে জেলা হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসকরা। জেলা হাসপাতালে চিকিৎসা চলার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিফুল মন্ডলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসখালি থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস পলাতক হওয়ায় তাকে দ্রুত খুঁজে বের করার দাবি গ্রামবাসীদের। এলাকায় এইরূপ খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামজুড়ে মোতায়েন রয়েছে অসংখ্য পুলিশ।
মৃতের স্ত্রী মিনতি মন্ডল ঘটনা সম্পর্কে বলেন," আমার স্বামী অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। বাথরুমে গিয়েছিলেন সেখানেই চিৎকার শুনে গিয়ে দেখি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাছে প্রশান্ত বিশ্বাস। আমি থামাতে গেলে আমার হাতে ধারালো অস্ত্রের কোপ দেয়। ২টো আঙ্গুল বাদ চলে গেছে। আমি অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি।"
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর