নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - আসানসোল উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা জয়ী হয়েছে। তাই তাকে ধন্যবাদ জানাতে আগামী ২৮ জুন আসানসোলে একটি দলীয় জনসভা করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।যা নিয়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চলছে জোর প্রস্তুতি।
আসানসোল যাওয়ার আগে আগামী ২৭ জুন পূর্ব বর্ধমানে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ওই দিনই দুর্গাপুর যাবেন তিনি।তারপরের দিন মঙ্গলবার আসানসোল উপনির্বাচনে বিজয়ী হওয়ার কারনে শত্রুঘ্ন সিন্হাকে ধন্যবাদ জানাতে একটি জনসভা করবেন মমতা। আর তাই ওই সভায় হাজির থাকতে বলা হয়েছে বলিউডের তারকা শত্রুঘ্নকেও।ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশাসনিক মহল ও আসানসোল তৃণমূল নেতৃত্ব।
তবে শত্রুঘ্ন সিন্হাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও একটি আসানসোলে আসার উদ্দেশ্য আছে বলে সূত্রের খবর। গত ২ ফেব্রুয়ারি আসানসোল পুর নিগমের ভোট হয়েছে। ২ মার্চ মেয়র মনোনীত হয়েছেন বিধান উপাধ্যায়। কিন্তু এতদিনেও পূর্ণাঙ্গ পুর নিগম গঠন হয়নি। তাই মুখ্যমন্ত্রীর আসানসোল সফরেই পূর্ণাঙ্গ পুর নিগম গঠন করা হতে পারে।এছাড়া আসানসোলের সভার পরের দিন ২৯ তারিখ দুর্গাপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর আসানসোল সফর নিয়ে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন,'আগামী ২৮ জুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসানসোলে আসছেন। এখানে তিনি একটি জনসভা করবেন। তার জন্য রীতিমতো আমাদের দল প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তবে জনসভায় পাশাপাশি প্রশাসনিক বৈঠকও তিনি করবেন।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত