নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের সঙ্গে ইজরায়েলের সখ্যতা কারোর অজানা নয়। তবে ভারতের 'বন্ধু' দেশে এখন বাজছে যুদ্ধের দামামা। চারিদিকে শুধুই হানাহানি আর যুদ্ধ। এই আবহে আগেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামাসকে 'জঙ্গি সংগঠন' বলে আখ্যা দিয়েছেন। এবার এই যুদ্ধ মুখর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আইএএস অফিসার শাহ ফয়সাল। রীতিমত প্রধানমন্ত্রীর সুরেই গলা মেলান তিনিও।
এই বিষয়ে আইএএস অফিসার শাহ ফয়সাল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতীয় মুসলিমরা কখনও হিংসাকে সমর্থন করেনি। মধযপ্রাচ্যে সন্ত্রাসবাদ বেড়ে যাক, এটাও কখনও চায়নি ভারতীয় মুসলিমরা। হামাসের হাতে নিহত নিরাপরাধ ইজরায়েলিদের যে ভয়ঙ্কর দৃশ্য আজ সামনে এসেছে, তা হৃদয় বিদারক। সন্ত্রাস কাউকে সাহায্য করেনি এবং এটি প্যালিস্তিনিদেরও সাহায্য করবে না। ধর্মের উপরে মানবিকতা।"
শনিবার বিকেলে প্যালেস্তাইন ও ইজরায়েলের যুদ্ধ নিয়ে এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, "ইজরায়েলে জঙ্গি হামলার খবরে অত্যন্ত মর্মাহত। নিরীহ হতাহত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। তাঁদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময় আমরা ইজরায়েলের পাশে আছি।"
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।