জঙ্গি ছিনতাইকারী ধৃত রাফির ৭ দিনের পুলিশি হেফাজত

নভেম্বর ২৪, ২০২২ বিকাল ০৫:৩৭ IST
637f57747d6a3_IMG_20221124_170620

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া রাফির ৭ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলার শুনানি শেষে ১০ দিনের আবেদনটি ৭ দিনে নেমে এসেছে বলে জানা যায়। ধৃতের কাছ থেকে তার বাকি সদস্যদের খবরাখবর জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

বুধবার চট্টগ্রাম থেকে রাফিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। সেখানে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন সিটিটিসির পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। এরপর শুনানি শেষে ১০ দিনের আবেদনটি ৭ দিনে এসে পৌঁছায়। বৃহস্পতিবার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন।

এপ্রসঙ্গে পুলিশ কমিশনার মহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন,"জঙ্গিদের নিয়ে পালানোর সময় রাফি মোটা অঙ্কের অর্থ নিয়ে আদালতে উপস্থিত হয়। এরপর পরবর্তী কাজকর্ম সম্পন্ন করতে সেই অর্থ দুই জঙ্গিদের হাতে তুলে দেয়। আগে থেকেই এই সমস্ত বিষয়ে পরিকল্পনা করা ছিল।"

ভিডিয়ো

Kitchen accessories online