ধর্ষণ মামলায় পক্ষপাতিত্বের অভিযোগ, বিচারপতি কামরুন্নাহারকে অপসারণের নির্দেশ সুপ্রিম কোর্টের

নভেম্বর ২৬, ২০২১ দুপুর ১২:৪৬ IST

শ্যামল সান্যাল (বিশেষ প্রতিনিধি) ঢাকা - ধর্ষণ মামলায় অভিযুক্তের পক্ষপাতিত্ব করায় ফৌজদারি ক্ষমতা হারালেন বিচারক কামরুন্নাহার। সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার বিচারপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।  

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির একটি বেঞ্চ গঠন করা হয়েছিল। বিচারপতিদের সেই বেঞ্চ বিচার বিশ্লেষণ করে ২২শে নভেম্বর একটি ছ'পাতার রায় দেয় সুপ্রিম কোর্ট। 

সেই রায় অনুযায়ী বলা হচ্ছে, 'স্থগিতাদেশ থাকার পরেও ধর্ষণ মামলার এক আসামিকে অসৎ উদ্দেশ্যে জামিন দিয়েছেন বিচারক কামরুন্নাহার। ইচ্ছাকৃতভাবে লিখিত রায়ে ৭২ ঘন্টার  বিষয়টি উল্লেখ না করায় অসৎ উদ্দেশ্যে ইঙ্গিত পাওয়া যায় বিচারকের। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ অমান্য করে স্বেচ্ছাচারিতা করার অভিযোগে বিচারকের পদ থেকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয় কামরুন্নাকে। ভবিষ্যতে আর বাংলাদেশের কোনো আদালতে ফৌজদারি মামলার বিচার করতে পারবেন না বিচারক'।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেল  দুই শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছি আসলাম সিকদারের বিরুদ্ধে। এরপর নির্যাতিত শিক্ষার্থীদের পরিবার হাতিরঝিল থানায় ধর্ষণের মামলা দায়ের করে। তবে মামলা দায়ের করার ৭২ ঘন্টা পর সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে মামলাটি বিচারক কামরুন্নার অধীনস্থ হয়। কিন্তু অভিযুক্ত বিচারক-আসামীর পক্ষপাতিত্ব করে তাকে জামিন দেয়। অর্থাৎ যেখানে ধর্ষণ মামলাটিতে সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্বেও আসামিকে জামিনে ছাড়া দেওয়ার অপরাধে বিচারকের পদ থেকে তাকে অপসারণের নির্দেশ সুপ্রিম কোর্টের।

ভিডিয়ো

Kitchen accessories online