নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – অবশেষে দেশে ফিরতেই গ্রেফতার করা হল নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে। তাকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে নেপাল পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ১৭ বছরের এক কিশোরী।
বৃহস্পতিবার লামিছানে ট্যুইট করে লেখেন, ‘আমি এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা কল্পনাই করতে পারছি না। আশা করব আমাদের আইনি ব্যবস্থায় নিশ্চয়ই কোনও উপায় থাকবে এক জন নির্দোষকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার। আমি আবার ক্রিকেট মাঠে ফিরব। আমি চাই খুব তাড়াতাড়ি শুনানি হোক’।
দিন কয়েক আগে লামিছানে জানিয়েছিলেন, ‘সম্প্রতি জানতে পেরেছি আমার নামে ধর্ষণের এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর ফলে শুধু মানসিক ভাবেই আঘাত পেয়েছি তা নয়, শারীরিক ভাবেও আমি অসুস্থ হয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সবকিছু থেকে বিরতি নিয়ে নিজেকে কিছুদিন একান্ত সময় দেওয়ার'।
তিনি আরও জানান, 'মিথ্যা এই অভিযোগের উপর ভিত্তি করে অনেকেই অপরাধী হিসাবে ভাবছেন আমায়। এই অভিযোগ বহুভাবে আঘাত দিয়েছে আমায়। তবে ডাক্তারদের উপদেশ অনুযায়ী চলায় সাধারণ জীবনে ফিরে এসেছি এবং কিছুটা উন্নতি ঘটেছে শরীরের। শীঘ্রই দেশে ফেরার চেষ্টা করছি'।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।