নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন সেই উপনির্বাচনের প্রচারে এসে কার্যত ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার দলীয় প্রার্থীর প্রচার সভায় গিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেন অভিষেক। ইন্ডিয়া জোট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন তিনি।
এদিন সভা থেকে অভিষেক বলেন, “বিজেপির লোকেরা এসে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে। আমি শুনলাম, কিছু জায়গায় নাকি টাকা-পয়সা বিলি করছে। আপনাদের টাকা মেরে এখন ভোট ভিক্ষা করছে। বিজেপি বাংলায় হেরে ১০০ দিনের টাকা আটকে রেখেছে। ১০০ দিনের টাকা নিয়ে আসবা আপনারা পাশে থাকুন। আমরা মানুষকে বঞ্চিত করে রাজনীতি করি না। যা কথা দিয়েছি , তা রেখেছি। একুশে ভালো ফল না হলেও জলপাইগুড়িতে উন্নয়ন কিন্তু হয়েছে। ধূপগুড়ি হাসপাতালে উন্নতির দায়িত্ব নিচ্ছি , চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ টাকা করা হয়েছে ,দোমোহনী বাজারের সংস্কার করেছি। ধূপগুড়িতে হেরে লক্ষ্মীর ভান্ডার আটকে রেখেনি তৃণমূল, কাজ করে তার ভিত্তিতে ভোট চাইছি।”
তিনি আরও বলেন “কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে জনসমর্থন কুড়োতে চাইছে। আমি কথা দিচ্ছি , কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার এলে গ্যাসের দাম ৫০০ টাকায় নামবে।বাংলায় হারার পর সঙ্গে সঙ্গে ডিজেল, পেট্রোলের দাম কমেছিল। মনে আছে! এই বিজেপি জিতলে কী হবে , এই যে ১২০০ টাকা রান্নার গ্যাসের দাম থেকে ২০০ টাকা কমিয়েছে, এরা যদি ২৪ এ আবার জেতে তাহলে গ্যাসের দাম ৩ হাজার টাকা হবে।‘
সেই সঙ্গে অভিষেক আরও বলেন, “তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছেছি। বাংলায় নজির বিহীনভাবে পঞ্চায়েত ভোট হয়েছে। ১৯৭৮ এর প্রথমবার শাসক দলের থেকে বিরোধীরা বেশি মনোনয়ন জমা দিয়েছে। আমাদের ভয়ের পরিবেশ তৈরি করে ভোট করতে হয় না।মানুষ আমাদের পাশে আছে। আমরা সেই ভরসায় এগিয়ে যাচ্ছি।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান