নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় জোরকদমে চলছে দিদির দূত কর্মসূচির প্রস্তুতি। গ্রামে গ্রামে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা ও অভিযোগ শুনতে শাসক দলের নির্দেশে দিদির দূত হিসেবে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা। শুক্রবার জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রামে দিদির দূত হিসেবে পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে জেলার তৃণমূল সভাপতি। গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেন তার ওপর।
স্থানীয় সূত্রে জানা গেছে , দিদির দূত হিসেবে বোয়ালমারি গ্রামে জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি মহুয়া গোপ উপস্থিত হলে গ্রামবাসীদের দীর্ঘদিনের জমে থাকা তীব্র ক্ষোভের মুখে পরেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, সরকার কর্মসূচি বের করছে ঠিকই তবে তার যথোপযুক্ত প্রয়োগ হচ্ছেনা। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও দামী ইনজেকশন বাইরে থেকে নিজেদের কিনতে হচ্ছে। বিদ্যালয়ে পড়ুয়াদের জামা দেওয়া হলেও সেগুলো মাপ মতো হচ্ছে না ফলে সেগুলো ব্যবহারও করা যায় না। এই অভিযোগগুলি সামনে রেখে জেলা সভাপতির সামনে ক্ষোভে ফেটে পরে জনতা।
তৃণমূল সভাপতি মহুয়া গোপ সব অভিযোগ শুনে পঞ্চায়েতকে জানানোর নির্দেশ দিলে গ্রামবাসীরা জানান, পঞ্চায়েত প্রধানের তরফে তারা কোনরকমের সুযোগ সুবিধা পাননা। গ্রামের পঞ্চায়েত বিজেপির নেতা হওয়ায় মহুয়া গোপ জানান সেই জন্যেই গ্রামের উন্নতি হয়নি। গ্রামের বেহাল দশার কারণ হিসেবে বিজেপিকেই দায়ী করেন তিনি। অবশেষে সব অভিযোগ শুনে গ্রামবাসীদের সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে তাদের আশ্বস্ত করেন তৃণমূল সভাপতি।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান