নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যজুড়ে নিয়োগ-দুর্নীতি সহ একাধিক কুকীর্তিমূলক কাজ জোরকদমে ঘটেই চলছে। তবুও কোন রূপ হুশ নেই প্রশাসনের , তাই এর বিরোধিতায় জেলা সম্মেলনের প্রচারে সোচ্চার হয়েছেন ছাত্র সংগঠন ডিএসও কর্মীরা। তবে এই প্রচারে গিয়েই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের আক্রমণের মুখে পরতে হলো তাদের। তীব্র চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দ চন্দ্র কলেজে।বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে ডিএসও’র দুই কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্তের মধ্যে একজন মহিলা সদস্যও রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার দুপুর নাগাদ ডিএসও জেলা সম্মেলন উপলক্ষ্যে এসি কলেজের গেটে হ্যান্ডবিল বিতরনের মাধ্যমে প্রচার চালাচ্ছিলেন DSO কর্মীরা। এই দৃশ্য দেখতে পেয়ে তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।এরপর শুরু হয় বাকবিতন্ডা। ক্রমশ সেই বাকবিতন্ডা গড়ায় হাতাহাতিতে। আর এতেই জখম হয় কয়েকজন DSO কর্মীরা।তাদের মধ্যে ডিএসও শহর কমিটির সভাপতি কুনাল রায় ও ডিএসও শহর ব্লক সম্পাদিকা সুনীতা মুর্মুকে বেধড়ক মারধর করা হয়েছে। এদিকে মারধরের ভিডিয়ো স্যোশাল মিডিয়ার ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠে। তাদের তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
এর পরে সাংবাদিক বৈঠক করে ডিএসও তরফে জানানো হয় , ১এপ্রিল সমাজ পাড়ায় স্টুডেন্ট হেলথ হোমে ডিএসও’র জেলা সম্মেলন রয়েছে। শিক্ষা নীতি প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় ডিএসও’র তরফে ছাত্র ছাত্রীরা প্রচার চালাচ্ছেন। এদিন আনন্দ চন্দ্র কলেজের গেটের সামনে তিনজন ডিএসও সদস্যও প্রচার চালাচ্ছিলে সঙ্গে লিফলেটও দেওয়া হচ্ছিল। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের তরফে আক্রমণ করা হয়।
এই বিষয়ে কুনাল বলেন , প্রচারে গিয়েছিলাম আনন্দ চন্দ কলেজে। তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করে আমাদের উপর। জেলা পার্টি অফিসে এসেও আক্রমণ করে। থানায় অভিযোগ করা হয়েছে।
যদিও তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা জবাব, তাদের এক মহিলা কর্মী কলেজে ঢোকার সময় তাকে জোর করে দাঁড় করিয়ে প্রচার করছিলো DSO কর্মীরা। ছাত্রী বলে তার ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু সেই কথায় কর্নপাত না করে তাকে দাঁড় করিয়ে রাখলে শুরু হয় বাদানুবাদ। আনন্দ চন্দ্র কলেজের তৃণমূল ছাত্র ইউনিটের সভাপতি অনিকেত প্রসাদ বলেন, কলেজে এসে ছাত্রদের হেনস্তা করছিল ডিএসও। এই কারণে এমনটা ঘটেছে।এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের তীব্র নিন্দা করেন।
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন