নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - আজ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে সকাল ৮টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১০৭টি পুর নির্বাচনের ভাগ্য নির্ধারণ পর্ব। তবে গণনা শুরু হতেই বেশ কয়েকটি ওয়ার্ড দখলে নিয়েছে শাসক দল।
অধিকাংশ জায়গায় সবুজ ঝড় উঠলেও খাতা খুলতে পারেনি বিজেপি। এমতাবস্থায় খড়গপুরে দিলীপ গড়ে ধস। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির এলাকা দখলে নিল তৃণমূল। তবে খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পদে জয়ী হলো অভিনেতা তথা বিধায়ক হিরণ চ্যাটার্জী।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।