নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালনের ঘোষণা করেছিলেন। আর তাই সোমবার সেই ঘোষণা মতোই তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা এই কর্মসূচি পালন করলেন। তেমনই পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম নিজের বিধানসভার কেন্দ্র কলকাতা বন্দর এলাকার একাধিক ওয়ার্ডে এই কর্মসূচি পালন করেন। শুধু কলকাতায় নয় ত্রিপুরার বিভিন্ন এলাকায় খেলা হবে দিবস পালন করেছেন দলীয় কর্মীরা। তবে এই দিন অকল্পনীয়ভাবে সকালেই ফুটবল পায়ে দেখা গেলো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যার কারণে ব্যাপক কটাক্ষের মুখে পড়েছেন গেরুয়া শিবির।
সোমবার সকালে খেলা হবে দিবস পালন করতে গিয়ে দিলীপ ঘোষের ফুটবল খেলার প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, খেলা হবে দিবসের দিন ফুটবল খেলে এই দিবসকে সমর্থন করছে দিলীপ ঘোষ। কার্যত বিজেপি ভোটের সময় কেন্দ্র থেকে নরেন্দ্র মোদি ও অমিত শাহর মতো বড় বড় প্লেয়ারদেরকে নিয়ে খেলতে এসেছিলেন। কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে হেরে গেছে। বিজেপি গোল করে না গোল খায়। এর পাশাপাশি মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য অনেক কাজই করেছেন। যেমন দুয়ারে রেশন থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক পলিসি নিয়ে এসেছেন তিনি। যার মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ।
এছাড়াও রবিবার ত্রিপুরায় দোলা সেন এবং তার আত্মসহায়কদের মারধর করেছে বিজেপি কর্মীরা। সেই প্রসঙ্গে বিধায়কের বক্তব্য গণতান্ত্রিক উপায়ে সবারই কথা বলার অধিকার আছে, সবাই সবার মতো করে কথা বলতে পারবে। কিন্তু এরকম ভাবে কাউকে আঘাত হানা একেবারে উচিত হয়নি।
প্রসঙ্গত, গতকাল রাজভবনে চা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যপালের সঙ্গে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দিলীপ ঘোষকে নবান্নে আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তার শরীর চর্চা ও ফিটনেস নিয়ে প্রশংসা করেছিলেন তিনি। কার্যত এরপরই সোমবার সকালে শরীরচর্চা করতে গিয়ে ফুটবল নিয়ে মাঠ কাঁপালেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষের এই ফুটবল খেলাকে 'খেলা দিবসকে' সমর্থন হিসেবে মনে করে তাকে কটাক্ষ করছেন শাসকদল।
বঙ্গে যখন বিজেপির ২ গোষ্ঠী শুভেন্দু অধিকারীর ও দিলীপ ঘোষের মধ্যে ঠান্ডা লড়াই চলছে ঠিক তখনই ধরা পড়েছে এই চিত্র। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে। তবে ত্রিপুরার ইস্যুতে দিলীপ ঘোষ জানিয়েছিলেন তৃণমূল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ত্রিপুরা বিপ্লব করছে। আজ খেলা হবে দিবসের দিন তার পাল্টা জবাব দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান বাচ্চাদের দিয়েই ত্রিপুরা জয় করবে তৃণমূল কংগ্রেস।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান