নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যের শাসকদলের দীর্ঘ দু-মাসের দাবি মেনে শনিবার রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য বিজেপি নির্বাচন পেছাতে চায় বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছে বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন, "রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতাদের এবং নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে যাতে রাজ্যে বিরোধীরা সঠিকভাবে ভোট প্রচার করতে পারে। এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে। সকল রাজনৈতিক দল যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারে এবং সকল নাগরিক যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারই দাবি জানিয়েছে বিজেপি"।
কিন্তু দীর্ঘ দু'মাস ধরে করোনা সংক্রমণকে সামনে রেখে বিজেপি এই রাজ্যে উপনির্বাচনের বিরোধিতা করেছে। তাহলে এখন বিজেপি নির্বাচন রুখতে আইনের পথ বেছে নেবে কিনা সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উঠলে শমীক ভট্টাচার্য বলেন, "আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে পালাবে না। বিজেপি নির্বাচনে লড়বে। ভবানীপুর, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ তিন জায়গাতেই বিজেপি নির্বাচনে লড়বে"।
উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, "আমি এই বিষয়ে বলতে অপারগ। আমরা রাজ্য কমিটি ৭ তারিখ বৈঠকে বসব। সংসদীয় দল সিলমোহর দিলেই প্রার্থী ঘোষণা করা হবে"। একইসঙ্গে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিতে পারছে না বলে ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরোধিতা করে শমীক ভট্টাচার্য বলেন, "উনি দলে নিজের দর বাড়াচ্ছেন"। ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্রের বক্তব্য, "দিলীপদা প্রার্থী খুঁজতে ওনার বাড়িতে গিয়েছিলেন আমার জানা নেই। দিলীপদাকে জিজ্ঞেস করে নেব"।
পাশাপাশি সিআইডির তলব মেনে সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজিরা দেবেন কিনা সেই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, "কাল বাঁকুড়া বিষ্ণুপুরে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে থাকবেন শুভেন্দু। আমার কাছে তো এমনটাই খবর আছে"।
অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করার প্রসঙ্গে এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এর উত্তরে শমীক ভট্টাচার্য বলেন, "এটা এজেন্সি বলতে পারবে। আমরা বলতে পারব না। ওরা এক কান্না কাঁদছে। কাল সান্তনা পুরস্কার পেয়েছেন"।
এছাড়াও রাজ্যে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতা মদন মিত্র বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন "বিজেপি ঘুমোক"। এর উত্তরে রবিবার সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য বলেন "উনি ও লাভলী গান"।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।