আর কত ভয় পাগল রাজা হাত পা ছুড়ে কান্না করিস , অভিষেককে ইডির তলব নিয়ে কেন্দ্রকে তুলধোনা দেবাংশু-কুনালের

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ০৯:২১ IST

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রের কাছে বকেয়া টাকা আদায়ে দিল্লিতে প্রতিবাদ সভা করতে চলেছে তৃণমূল। আর রণে 'ভঙ্গ' দিতে এবার সেইদিনেই অভিষেককে তলব করল ইডি। শুধু তাই নয়, অভিষেকের বাবা মাকেও তলব করেছে ইডি। আর এই প্রসঙ্গে মোদি সরকারকে একযোগে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবং তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য।

এদিন কুনাল ঘোষ এই বিষয়ে জানান, "অভিষেক বন্দোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি থাকলেই তাঁকে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অভিষেক বন্দোপাধ্যায়কে ইডির মাধ্যমে রাজনৈতিকভাবে প্রতিহত করাই বিজেপির কাজ। ইন্ডিয়া জোটের বৈঠকের দিন অভিষেককে সমন পাঠানো হয়েছিলো। আবার এদিন যখন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার কথা তৃণমূলের সেদিনই ডেকে পাঠানো হলো। আর এতেই প্রমান হলো বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করছে।"

অন্যদিকে অভিষেকের তলব প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে লেখেন -

দৌড়ে এসে ছোট্ট ছেলের 

টুটির উপর কামড়ে ধরিস!

আর কত ভয় পাগল রাজা 

হাত পা ছুড়ে কান্না করিস?
 

আরও লেখেন, "আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে। প্রথমে দুবার করে নবজোয়ার যাত্রার সময়। তারপর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মিটিং-এর দিন, আর এবার দিল্লির ধরনার দিন। এই প্রত্যেকটা ঘোষিত কর্মসূচির দিনে সমন পাঠানোকে যারা এখনও "কাকতালীয়" মনে করছেন, তাদের মৃত বিচারবোধ ও বুদ্ধির আত্মার শান্তি কামনা করছি।"

প্রসঙ্গত, 'INDIA' জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক বন্দোপাধ্যায়। আর এই কমিটির প্রথম বৈঠকর দিন অভিষেককে তলব করে ইডি। ইডির তলবের কারনে বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। আর এবার ফের তৃণমূলের দিল্লি চলো কর্মসূচির দিনে অভিষেকে ডাকা হলো। আর এই কর্মসূচি থেকে তৃণমূলকে সরাতেই ইডিকে ব্যবহার করছে কেন্দ্র। এমনটাই অভিযোগ করছে এরাজ্যের শাসকদল।

ভিডিয়ো

Kitchen accessories online