নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। যার মধ্যে একটি হলো 'কার কাছে কই মনের কথা'। জি বাংলায় সদ্য শুরু হয়েছে এই ধারাবাহিক। সেখানেই এক স্পষ্টবাদী মেয়ের ভূমিকাতে অভিনয় করছেন মানালি দে। যার শ্বশুরবাড়ির ছবিটা ট্রপিক্যাল সেকেলে। দিনের পর দিন নতুন সমস্যা। আর সমস্যাগুলোর সঙ্গে কিভাবে লড়াই করতে হয় তার ছবি ফুঁটে উঠেছে এই ধারাবাহিকে। তবে এই সিলিয়ালে এমন কি দেখানো হলো যার ফলে কটাক্ষের মুখে গোটা বাংলা সিরিয়াল।
সিরিয়ালের একটি দৃশ্যে দেখানো হয়েছে, হঠাৎই ঘরে এসে পৌঁছায় তার শাশুড়ি, এরপরই ঘটে অদ্ভুত ঘটনা, শাশুড়িও বুকে হাত দিয়ে শুয়ে পরে বিছানায়। এরপর একটি চাদর নিয়ে ছেলেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে। এই দৃশ্য দেখে অনেকে বলছেন, আমাদের নিম্ন রুচির জন্য সিরিয়ালও নিম্ন মানের হচ্ছে। হ্যাঁ সিরিয়ালে কিছু অস্বাভাবিক জিনিস দেখানো হয় ঠিকই, তাই বলে এ কেমন গল্প যেখানে ফুলশয্যার খাটে জায়গা করে নেয় শাশুড়ি?
সম্প্রতি এমনই গল্প ধরা দিল এই ধারাবাহিক যা দেখে অবাক নেটিজেনেরা। শুধু তাই নয়। বাড়িতে সন্ধ্যার পর সমস্ত কাজকাম সেরে সিরিয়াল দেখেন অনেকে গুরু জনেরা। তবে বাংলা সিরিয়ালে এরকম রুচিহীন দৃশ্য সত্যিই অবিশ্বাস্য। সামান্য টিআরপির জন্য নির্মাতারা এতটা নীচে নামতে পারে তা আগে ভাবা যায়নি। বাংলা সিরিয়াল দৈনন্দিন জীবনে একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। শুধু বড়োরা নয় বরং বাচ্চারাও সিরিয়াল দেখেই কুরুচিকর জিনিস জানতে পারে। এক্ষেত্রে নির্মাতা সহ গোটা কাস্টকে সতর্ক হওয়া উচিত।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের