দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে , টানা বর্ষায় কলকাতা শহরের একাধিক এলাকা জলমগ্ন

সেপ্টেম্বর ২৩, ২০২৩ দুপুর ১১:২৪ IST
650e789c2e602_rain-dfgtds-1662282990

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সামনেই দুর্গাপুজো কিন্তু বৃষ্টির কাছেই হার মানছে সকলে। প্যান্ডেলের প্রস্তুতি থেকে শুরু শপিং করতেও যাওয়াও বেজায় অসুবিধা হচ্ছে। শনিবার গভীর রাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতার একাধিক রাস্তায় জল জমেছে তাতে অসুবিধায় পড়েছে অফিস কর্মী থেকে কলেজ পড়ুয়ারা। অন্যদিকে গত দিনগুলির মত আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। তবে কিছু হলেও আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পুরো সপ্তাহটাই এমন মেঘাচ্ছন্ন কেটেছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , শনিবার থেকেই বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা সহ হুগলী, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে। তবে রবিবারের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছেন হাওয়া অফিস।

অন্যদিকে আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে পাঁচ জেলাতে চলবে টানা বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও মালদার বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সোমবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা। 

এমনকি দার্জিলিঙের সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। অসময়ের ভারী বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে বলেও জানিয়েছেন হাওয়া অফিস। প্রবল বৃষ্টিপাতের জন্য উত্তরের জেলাগুলিতেও নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online