নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - আজ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স বা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এই উপলক্ষ্যে পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পর পক্ষ থেকে আত্রেয়ী নদী সমীক্ষার প্রথম দিনে প্রথম পর্বের আয়োজন করা হয়েছিল। এদিন আত্রেয়ী নদীর কালিকাপুর ঘাট থেকে আত্রেয়ী সদর ঘাট পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে। এই দিনের সমীক্ষায় উঠে এসেছে নদীর একাধিক তথ্য।
এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন বিজন সরকার, তুহিন শুভ্র মন্ডল, ত্রিদীব সরকার। এদিন পর্যবেক্ষণ করে দেখা গেছে কালিকাপুর ঘাট থেকে আত্রেয়ী সদর ঘাটে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বালি উত্তোলন করে নৌকা বোঝাই করা হচ্ছে । এই অংশে নদী কখনও বাম দিকে ( পূর্ব দিকে), কখনও মাঝখান দিয়ে, আবার কখনও ডান দিক ( পশ্চিম দিকে ) প্রবাহিত হচ্ছে। কালিকাপুর ঘাট পার্শ্ববর্তী অঞ্চল, মধুবাগান ঘাট সংলগ্ন অঞ্চলে ব্যাপক পরিমানে নদীর পাড়ে আবর্জনা জমা করা হচ্ছে। যা নদীর জলে গিয়েই মিশবে।
এদিকে এই অঞ্চলে আগে পৌরসভার আবর্জনা সংগ্রহকারী গাড়ি আসতো ,তবে তা এখন আসেনা। মানুষ তাই নদীর ধারে সমগ্র নোংরা আবর্জনা ফেলেন বলেই অভিযোগ। এছাড়াও শহরের নার্সিং হোম, ল্যাব গুলির বিভিন্ন প্রকার বর্জ্য এখানে ফেলা হয়। চকভবানী শ্মশানের আগে নদীটির বাম তীরের অংশ মাঠে পরিণত হয়েছে।নদীতে যেখানে সেখানে চরের পরিমাণ বাড়ছে। চকভবানী শ্মশানের কাছে চেক ড্যাম নির্মাণ এলাকায় নদীর জলকে অল্প একটু জায়গা দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রায় পুরো অংশেই নির্মাণ কার্য চলছে।
এই বিষয়ে পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্পের সদস্যরা জানিয়েছেন, "আশঙ্কা করছি নদীকে এইভাবে বাঁধলে নদীর ক্ষতি ও পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষতি হবে ।আত্রেয়ী নদী ক্রমশ ভাঙন প্রবণ হয়ে যাচ্ছে।মাতৃসদন ঘাটে যত্রতত্র বালি উত্তোলনের ফলে নদী গর্ভে গর্ত হয়ে আছে। আত্রেয়ী সদর ঘাট কয়েকদিন আগে পরিষ্কার করা হলেও, কম হলেও এখনও দূষণের ছবি পরিষ্কার। কালিকাপুর ঘাট থেকে আত্রেয়ী সদরঘাট অবধি শহরের নদীমুখী নিকাশী নালা গুলোর দ্বারা তরল বর্জ্য জলে মিলিত হচ্ছে।তাই তরল বর্জ্য শোধন করে নদীর জলে ফেলতে হবে।এই সব বিষয় নিয়ে বালুররঘাট পৌরসভা ও বালুরঘাট মহকুমা শাষকের কাছে লিখিত অভিযোগ ও তা সংস্কারের দাবি জানান দিশারি সংকল্পের পক্ষ থেকে।
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২