নিজস্ব প্রতিনিধি , রাঁচি - পুজোর প্রায় চলেই এলো তবে এদিকে বৃষ্টি কমার কোনো নামই নেই। গত কয়েকদিনের মতো আজও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড ছত্তিশগড়ে নিম্নচাপের জেরে আজও ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জন্য দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে। রবিবার রাত ১১.৩০ নাগাদ প্রায় মোট ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। গতকাল অর্থাৎ সোমবার ১ লক্ষ কিউসিক জল ছেড়েছে ডিভিসি। আজও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে জল ছাড়তে পারে ডিভিসি। তবে জল ছাড়লে বাংলার এই জেলাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। ভাসতে পারে বর্ধমান, হাওড়া, হুগলীর বিস্তীর্ণ এলাকা। ঝাড়খণ্ডে নিম্নচাপের প্রভাবে বাংলায়তেও আজও বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর।
অতি ভারী বৃষ্টির জেরে ভয় দেখাচ্ছ ঝাড়গ্রামে ডুলুং নদী। গালুডির জলে জল বাড়ছে ডুলুংয়ের। মঙ্গলবার সকাল থেকে ঝাড়গ্রামে বৃষ্টি চলছে। পরিস্থিতির উপর নজর রেখে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
এদিকে আবহাওয়া দফতরের সূত্রের খবর , বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এরজেরে আগামী ৬ই অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করেছে আবহাওয়া দফতর।
আগামী দুদিনও দুই বর্ধমান , দুই ২৪ পরগণা , দুই মেদিনীপুর , বাঁকুড়া , ঝাড়গ্রাম , পুরুলিয়ায় , কলকাতা , হাওড়া , হুগলীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়াং,কোচবিহার, দুই দিনাজপুর, এবং মালদহতে বৃষ্টিপাত হবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।