নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পঞ্চায়েত নির্বাচনের তিন সপ্তাহ পেরিয়ে গেছে।তবুও দলবদলের ধারা অব্যাহত। এবারে দলবদলের জেরে জয়পুর গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল কংগ্রেস। মোট ১১ সদস্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন করল পঞ্চায়েত। জয়ী নির্দলের দুই প্রার্থী ও বিজেপির জয়ী দুই প্রার্থী তৃণমূল কংগ্রেসের যোগদান করায় জয়পুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল। এই ঘটনার জেরে ব্যাপক খুশির হাওয়া তৃণমূলের রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , জয়পুর গ্রামে কুড়ি আসন বিশিষ্ট জয়পুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনী ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হন ৮ জন সদস্য, বিজেপির জয়ী হয় ১০ জন ছাড়াও নির্দল প্রার্থী জয়ী হন দুইজন।তাই এই পঞ্চায়েত দখল করার জন্য মোট ১১ জন সদস্য প্রয়োজন ছিল তৃণমূলের।
অবশেষে আজ জয়পুর তৃণমূল নেতৃত্ব দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও-র নেতৃত্বে দুই নির্দল প্রার্থী ও বিজেপির জয়ী ২ প্রার্থী পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে যোগ দেন।এদিন কার্যালয়ে বেলগুমায় জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় জয়পুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল।
এদিকে যোগদানের পর এই প্রার্থীরা জানান, তাদের সাধারণ মানুষ নির্দল ও বিজেপির হয়ে জয়ী করলেও এলাকার মানুষের উন্নয়ন করতে পারবো না ,তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এই যোগদান বিষয়ে জয়পুর তৃণমূল নেতা দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও বলেন, এই প্রার্থীরা জয়ী হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেন ও বলেন তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন। তাই আজকে ওরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের