দলনেত্রীর আরোগ্য কামনা করে পূজা পাঠ

মার্চ ১১, ২০২১ বিকাল ০৭:৫৬ IST
604a143d18a6e_WhatsApp Image 2021-03-11 at 6.19.36 PM

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বুধবার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তার উপর চক্রান্ত করে হামলার অভিযোগ তোলেন ।তারপরই শুরু হয় দলের তৃণমূল কর্মী সমর্থকদের দুবরাজপুর শহর, সিউড়ী শহর ,সাঁইথিয়া শহর সহ দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও পথ অবরোধ।

অন্যদিকে দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছে দলের একাংশ ।বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী বিকাশ রায় চৌধুরী বক্রেশ্বর সতীপীঠে এবং সাঁইথিয়া বিধানসভার প্রার্থী বিদায় বিধায়ক লীলাবতী সাহা নন্দিকেশ্বরী সতীপীঠে গিয়ে পুজো দিলেন। তারাপীঠে মহাযজ্ঞ পুজোর আয়োজন করলেন তৃণমূল প্রার্থী অশোক চট্টোপাধ্যায়। হাসপাতলে চিকিৎসাধীন তৃণমূল দল নেত্রী কে দেখতে গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরাও।

ভিডিয়ো

Kitchen accessories online