নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গত বছর ১১ই আগস্ট মাসে হিসেব বহির্ভূত সম্পত্তি মামলায় ইডির হাতে গ্রেফতার হয় অনুব্রত মন্ডল। আর তারপর থেকেই বীরভূমের বেতাজ বাদশা হয়ে উঠছে কাজল শেখ।বর্তমানে কেষ্ট-বিরোধী এই কাজল শেখের হাতে গেছে বীরভূম জেলা পরিষদের দায়িত্ব। আর সেই ক্ষোভে পদত্যাগ আরও এক অনুব্রত ঘনিষ্ঠ। জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার তৃণমূলের কোর কমিটিকে পদত্যাগ পত্র জমা দিলেন খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। দলীয় কোন্দলের জেরে এই পদত্যাগ করেছেন বলে স্বীকার করেছেন অনুব্রত ঘনিষ্ঠ।
সূত্রের খবর , শনিবার খয়রাশোলে জেলা সভাধিপতি কাজল শেখের সম্বর্ধনা সভায় গরহাজির ছিলেন কাঞ্চন অধিকারী। এবার পদত্যাগ করতে চেয়ে বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিকে চিঠি দিলেন দুবরাজপুর বিধানসভার খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। যদিও তার পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। আগামী যে কোর কমিটির বৈঠক হবে সেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে বলেও জানিয়েছেন তিনি। তবে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পদত্যাগ কার্যত স্বীকার করেন কাঞ্চন অধিকারী।
উল্লেখ্য , বর্তমানে তিহাড়ে জেলবন্দি রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত বছর ১১ আগস্ট গরু পাচার কাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার আগে অনুব্রতই এই কাঞ্চন অধিকারীকে খয়রাশোলের ব্লক সভাপতি করেছিলেন। কাঞ্চন অধিকারী অনুব্রত ঘনিষ্ঠ ও অনুগামী বলেই পরিচিত জেলা রাজনীতিতে।
তবে অনুব্রত মন্ডলের গ্রেফতার পরবর্তীতে অনেক বদল এসেছে বীরভূমের রাজনীতিতে। অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরীর বদলে আগেই জেলা সভাধিপতি করা হয়েছে কাজল শেখকে।এবার ফের এক কেষ্ট ভক্তের পদত্যাগ রাজনৈতিক মহলে অন্য ইঙ্গিত দিচ্ছে।
পদত্যাগের বিষয়ে কাঞ্চন অধিকারী গোষ্ঠীদন্দ্বের কথা বলেন। তিনি জানান,‘‘পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যে ব্লক সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই দায়িত্বে থেকে অব্যাহতি চেয়েছি।যা হচ্ছে বর্তমানে তা মানা সম্ভব নয় ’’
এই প্রসঙ্গে জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “লোকসভা নির্বাচনের আগে খয়রাশোলের এই দ্বন্দ্ব মেটানো প্রয়োজন। ব্লক সভাপতির পদত্যাগ গৃহীত হলে আপাতত হয়তো একটি কমিটি গড়ে ব্লকের দায়িত্বে দেওয়া হবে।বর্তমানে ব্লক সভাপতি যে পদত্যাগের চিঠি দিয়েছে তা গ্রহণ করা হয়নি। আপাতত যতদিন জেলার মিটিং না হচ্ছে উনি কাজ চালিয়ে যাবেন ’’
তবে এই পদত্যাগ নিয়ে কটাক্ষ বিরোধী দলের। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এতদিন জেলায় কেষ্টরাজ চলছিল। এখন সব কাজল ভাইয়ের ভক্ত হয়েছে। সেই জন্য যারা কেষ্ট ভক্ত তারা একটু একটু করে সরে যাচ্ছে। তবে হ্যাঁ যারা গরু, কয়লার গন্ধ পাচ্ছে ঠিক যাচ্ছে কাজল ভাইয়ের সঙ্গে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর