"কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না", মন্তব্য মানিকের

এপ্রিল ০৫, ২০২১ দুপুর ১২:১১ IST
606a8efb443f1_manik-sarkar

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - শুক্রবার মালবাজার, নাগরাকাটা ও ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থনে ডুয়ার্সে ভোট প্রচারে আসেন সিপিএম নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক কটাক্ষ করেন।   

ত্রিপুরার মানুষ বিজেপির পাতা ফাঁদে পা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যেনো সেই ভুল না করে এমনটাই বার্তা দেন তিনি। তিনি জানান, “কুমির তাড়াতে গিয়ে হাঙর আনবেন না। ভোটের আগে ত্রিপুরায় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মিসড কল দিলেই সরকারি চাকরি পাবে মানুষ। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর কজন চাকরি পেয়েছে? বাংলায় বিজেপির পরিবর্তনের স্লোগান আসলে ভাঁওতা।"

তিনি আরও বলেন, "বিজেপি ত্রিপুরার বাম সরকার ফেলতে চক্রান্ত করে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দিয়েছিল।"   

প্রথমে মালবাজারের সিপিআইএম প্রার্থী মনু ওরাও ও নাগরাকাটার কংগ্রেস প্রার্থী সুব্বির সুব্বার সমর্থনে চালসায় জনসভা করেন মানিক সরকার। এরপর সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপকুমার রায়ের সমর্থনে মিলনীর ময়দানে সভা করেন তিনি। 

বাম সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করে সোনার ডিমের জন্য হাঁস মেরে ফেলেছে ত্রিপুরাবাসী, বলে দাবি করেন তিনি।

ভিডিয়ো