"বিজেপির প্ররোচনায় পা দেবেন না", মন্তব্য অভিষেকের

এপ্রিল ১৪, ২০২১ বিকাল ০৫:৩৫ IST
6076d2828f55b_WhatsApp Image 2021-04-14 at 17.00.25

নিজস্ব প্রতিনিধি, নদিয়া – বুধবার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর পোদ্দারের সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

জনসভায় বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ”যারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলা লিখতে জানে না, পড়তে জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে সেটাও পড়তে পারবে না। এরা নাকি সোনার বাংলা গড়বে।“ 

ভিডিয়ো