নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর- বাংলার বিধানসভা নির্বাচনের জন্য খড়গপুর শহরের সংযুক্ত মোর্চার মনোনীত কংগ্রেস প্রার্থী রীতা শর্মা। শনিবার তাঁরই সমর্থনে খড়গপুর শহরে রোড-শো করলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
মালঞ্চ রোড থেকে খড়িদা বড়বাতি এলাকা পর্যন্ত এই দীর্ঘ চার কিলোমিটার রাস্তা জুড়ে চলে রোড-শো। এই জনসভাতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সংযুক্ত মোর্চার সমর্থিত কংগ্রেস প্রার্থী রিতা শর্মা ও যুব সভাপতি সেখ সইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা।
অধীর বাবু এই রোড শো থেকে বার্তা দেন,"কান দিয়ে জগৎটাকে দেখবেন না চোখ দিয়ে দেখুন। মোদী আর দিদি আপনাকে কান দিয়ে জগৎ দেখানোর চেষ্টা করবে।"
খড়গপুরে প্রচার করতে এসে একজোটে বিজেপি ও তৃণমূল কে নিশানা করলেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।