দশম অবতারে ঘনিষ্ঠ চুমুর দৃশ্য নিয়ে মুখ খুললেন জয়া

অক্টোবর ০৭, ২০২৩ বিকাল ০৭:২১ IST
652129d69fc15_WhatsApp-Image-2023-10-07-at-12.43.45-PM-1696664113710

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন জয়া। এবার আরও এক নতুন চরিত্রে দেখা যাবে তাকে। গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ট্রেলার। সেই ট্রেলারে জয়াকে দেখা গেছে এক রহস্যময় চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রেলারে থাকা জয়ার চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে।

আর সেই দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। সিনেমাটিতে চুমু দিয়েছিলেন বিজয় পোদ্দার নামে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা অনির্বাণ ভট্টাচার্যকে। এবার এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন জয়া-অনির্বাণ।

তাদের প্রশ্ন করা হয় সিনেমার ট্রেলার লঞ্চের পর থেকেই সবচেয়ে বেশি চর্চায় রয়েছে আপনাদের চুমু। আর সেই উত্তরে উত্তরে জয়া জানান,"আমরা তো এর আগেও চুমু খেয়েছি। ‘ঈগলের চোখ’ সিনেমার প্রথম শট ছিল অনির্বাণ আর আমার চুমুর দৃশ্য। সেই দৃশ্যে আমি বসে আছি আর নতুন একটা ছেলে (অনির্বাণ) এসে আমাকে টুস করে চুমু খেয়ে গেল"।

ফের প্রশ্ন করা হয়  ‘দশম অবতার’ সিনেমায় চুমুর দৃশ্যের জন্য কটা টেক লেগেছিল? উত্তরে জয়া আহসান বলেন, "একটা। এবারের অভিজ্ঞতা সবচেয়ে ভালো"।

প্রসঙ্গত , দুর্গাপুজো উপলক্ষ্যে আগামী ১৯ই অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দশম অবতার’। জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও সিনেমায় রয়েছেন প্রসেনজিৎ, যীশু সেনগুপ্ত। পাশাপাশি এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন রূপম ইসলাম,  অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ভিডিয়ো

Kitchen accessories online