নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দুই বছর এক শিক্ষকের বেতন বন্ধ রাখার অপরাধে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নজিরবিহীন রায় দিলেন। এই রায়ে কুপোকাত গোলাবাড়ির পল্লীমঙ্গল স্কুলের প্রভাবশালী প্রধান শিক্ষক। বিচারপতি নির্দেশ দিয়েছেন, এক মাস ওই প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না। এমনকি প্রধান শিক্ষক যাতে স্কুলে ঢুকতে না পারেন, তার জন্য স্থানীয় থানাকে ২ জন সশস্ত্র কর্মী মোতায়েন করার নির্দেশও দিয়েছেন।
উত্তর ২৪ পরগণার গোবরডাঙার বাসিন্দা রাজু জানা ২০১৩ সাল থেকে গোলাবাড়ির পল্লীমঙ্গল স্কুলে ইংরেজির শিক্ষকতা করে আসছেন। কিন্তু কোনো কারণ ছাড়াই ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত দু'বছর তাঁর বেতন বন্ধ করে দেন প্রধান শিক্ষক শেখ সফি আলম।
প্রধান শিক্ষক বেতন বন্ধ করার পিছনে যুক্তি দেন যে, ইংরেজির শিক্ষক রাজু জানা বিভিন্ন সময় স্কুলে অনুপস্থিত থেকেছেন। ইংরেজির শিক্ষকের মতে প্রধান শিক্ষক বিনা কারণে স্কুলের আরও তিন-চার জনের বেতন বন্ধ রেখেছেন।
এদিন শুক্রবার এই ঘটনার চুড়ান্ত শুনানি ছিল। আর সেখানে দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় প্রধান শিক্ষককে ৮ জুন পর্যন্ত স্কুলে ঢোকার উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি । এই বিষয়ে বারাসতের পুলিশ সুপারকে বিচারপতি নির্দেশ দেন সংশ্লিষ্ট স্কুলে আপাতত দু'জন সশস্ত্র পুলিশ মোতায়েন করা থাকবে যাতে প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে না পারেন।
এই ঘটনায় ইংরেজি শিক্ষক রাজু জানা জানিয়েছেন, 'প্রধান শিক্ষক এতটাই প্রভাবশালী যে আমাকে গুলি করার হুমকিও দেন। এমনকি মিড ডে মিলে ১০০০ জন ছাত্র-ছাত্রীকে খাইয়ে খাতায় কলমে ৩০০০ জন খাওয়ার কথা লিখতে বলা হত। এভাবেই প্রভাব খাটিয়ে স্কুলের আরও তিন জন শিক্ষকের বেতন বন্ধ রেখেছেন তিনি। এছাড়াও হোয়াইটনার লাগিয়ে বিকৃত করা হত হাজিরা খাতা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত ডোনেশনও নিতেন তিনি'।
চর্চায় আবার আম্বাতি রায়ডু
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ৫০ বছরের প্রাকৃতিক গ্যাস আমদানির সম্পর্কের সমাপ্তি
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উৎসাহ প্রকাশ প্রধানমন্ত্রীর
পিএসজি - ৫
এফসি মেটজ - ০
সুযোগ পেলেন উমরান-অর্শদীপ
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হায়দারাবাদ অধিনায়ক
বিজেপি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে না , করলে ২০০ জন কর্মী খুন হতো না , অর্জুনকে পাল্টা দিলেন দিলীপ
প্রায় ১২ কিলোমিটার হয় এই ম্যারাথন দৌড়
রাজ্যগুলির সামনে কুয়ো পিছনে খাদ, বিস্ফোরক প্রবীন কংগ্রেস নেতা
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ফের নিম্নমুখী রুপোর দাম
লিয়ন - ৩
বার্সেলোনা - ১
ফেসবুকের মাধ্যমে এসি ঘরে বসে রাজনীতি করা যায় না , বাংলার মানুষের সঙ্গেও থাকতে হয় - অর্জুন
অনেকেই মনে করছেন ঋষভের কিছু ভুলেই ম্যাচ হেরেছে দিল্লি
ডুপ্লেসি ম্যাচের দিন সকালে জয়ের বার্তা পাঠিয়েছিলেন ডেভিডকে