নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - স্নান করতে গিয়ে ফের তলিয়ে মৃত্যু পড়ুয়ার। এদিন ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় পড়ুয়া দুর্গাপুর ব্যারেজে স্নান করতে আসে। তারমধ্যেই তলিয়ে জসি শুভম নামের একটি যুবক। যুবকটি বি-টেক তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল। ঘটনার জেরে ব্যারেজের সামনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ৬ ছাত্র দামোদর ব্যারেজে আসে। তারপর তারা স্নান করতে থাকলে, শুভম নামের ছেলেটি তলিয়ে যায়।তার বাকি দুই বন্ধু সান্তম আর রাজু তাদের বন্ধুকে বাঁচানোরও চেষ্টা করে। কিন্তু ব্যার্থ হয় , শেষমেশ তলিয়ে যায় শুভম। ঘটনাটি বুঝতে পেরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে।
পরে পুলিশকর্মীরা এসে দেহটিকে উদ্ধার করে। তবে এব্যাপারে মুখ খুলতে নারাজ এন আই টি কর্তৃপক্ষ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।