ভোটপ্রস্তুতি তুঙ্গে দুর্গাপুরে

এপ্রিল ২৫, ২০২১ বিকাল ০৬:২৬ IST
6085634273c2f_12884a15-5702-41ee-b573-4b4a62d7f16d

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - রাত পোহালেই সপ্তম দফা নির্বাচন। জোর কদমে তারই প্রস্তুতি শুরু হয়ে গেল দুর্গাপুরে। রবিবার সকাল থেকে তৎপরতার সঙ্গে দুর্গাপুর ল কলেজ থেকে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের জন্য ইভিএম বন্টন শুরু করা হয়। 

পানশিউলি স্কুল ও অন্ডাল থেকে পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জ বিধানসভার EVM মেশিন বন্টন করা হল। করোনা বিধি মেনে দুর্গাপুরের গান্ধীমোড়ে বেসরকারী এক ল কলেজ থেকে কড়া নিরাপত্তার মধ্যে EVM বন্টন করা হল।

ভিডিয়ো