নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - সম্প্রতি শেষ হয়েছে পৌরসভা নির্বাচন। ইতিমধ্যেই বেজে গেছে উপনির্বাচনের দামামা। এরকম সময়ে উঠে এলো রাজনৈতিক সংঘর্ষ। দুর্গাপুর নগর নিগমের ১১নম্বর ওয়ার্ডের অধীন কুরুরিয়া ডাঙার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ওপর হামলা চালিয়ে তছনছ করে একদল দুষ্কৃতী। অভিযোগের তীর বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এদিন যখন বসন্ত উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে সবাই। ঠিক সেই সময় তৃণমূলের দলীয় কার্যালয়ের ওপর কার্যত তান্ডব চালায় কিছু দুষ্কৃতী। তৃণমূলের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে যায় দুষ্কৃতীদের একাংশ বলে অভিযোগ। পাশাপাশি শশক শিবিরের অভিযোগ আলমারি ভেঙে প্রায় ১০ হাজার টাকা সহ বিভিন্ন নথিপত্র লোপাট করে।
তান্ডবের ঘটনার জেরে দোলের দিন বিকেলে উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে। তবে দুর্গাপুর থানার পুলিশের বিশাল বাহিনীর সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এরপর শুক্রবার রাতে কিছু বহিরাগত যুবক বাইক নিয়ে এলাকায় রেইকি করে। যার ফলে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এক বিজেপি কর্মীকে।
ঘাসফুল শিবিরের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা ওই বাইক বাহিনীর যুবকদের বিজেপি কর্মী হিসেবে চিহ্নিত করেছে। যার ফলে মনে করা হচ্ছে কুড়িরিয়া ডাঙার ৭ নম্বর বুথের বিজেপি নেতৃত্ব এই তান্ডবের ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
পাশাপাশি পদ্মফুল শিবের পক্ষ থেকে পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করে উড়িয়ে দিয়েছে। এমনকি বিজেপি দাবি করেছে তৃণমূল শিবিরের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বিজেপি কোনভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
বিদেশ থেকেও দলে দলে হাজির পর্যটকরা
ঊর্ধ্বমুখী সোনার দাম
প্রয়োজনীয় নথি সহ ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন
খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা আরাধনার প্রস্তুতি শুরু
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি , মমতার মন্তব্য ঘিরে বিজেপি শিবিরে তীব্র উচ্ছাস
বিশৃঙ্খলার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রথ যাত্রা