নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিশ্বব্যাপী করোনা মহামারির ধাক্কায় বিগত দুবছর ধরে থমকে রয়েছে স্বাভাবিক জনজীবন। কোপ পরেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতেও। চাকরির পরীক্ষা আটকে থাকায় অনিশ্চিত হয়ে পরেছে তাদের কর্মজীবন। এরই মধ্যে রাজ্যে প্রকাশ্যে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। দোটানার মধ্যেই নতুন করে চাকরির জন্য ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করেছেন শিক্ষক এবং লেখক কামাল হোসেন। তার হাত ধরেই ফের আজ থেকে শুরু হয়েছে নতুন ছাত্রছাত্রীদের চাকরির প্রস্তুতিপর্ব। দুর্নীতির উর্ধ্বে মেধা, এই বার্তাই দিয়েছেন কামাল হোসেন।
গতানুগতিক প্রফেসনাল কোচিং সেন্টারের পড়াশোনার পরিবর্তে এখনও ঐতিহ্যবাহী গুরুকুলের পদ্বতিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগান বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, পড়বে কম, পড়ার পরিবেশ তৈরি করবে বেশি। তাহলেই পড়াশোনার মান উন্নত হবে। পাশাপাশি বর্তমানে নিয়োগে দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশে আশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, মামলা, মামলার মতো চলছে, রাজ্য শীঘ্রই চাকরির বিস্তারিত বিবরণ প্রকাশ করবে।
তিনি আরও জানিয়েছেন, 'চাকরির নিয়োগের বিষয়ে প্রতিটি পদক্ষেপের পূর্বে স্কুল সার্ভিস কমিশন, আদালতের কাছে অনুমতি নিচ্ছে। স্কুল সার্ভিস কমিশন বকাঝকা খেলেও, আদালত কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয়নি। তাই আশা করি, শীঘ্রই চাকরির পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। মামলা যে কেউ করতেই পারে, তবে সেসব ভুলে নতুন উদ্যমে পড়াশোনা করতে হবে, চাকরির প্রস্তুতি নিতে হবে'। নতুন ক্লাসের ছাত্রছাত্রীদের যাত্রা শুরুর এই দিনে, তাদের উৎসাহিত করতে আজ উপস্থিত ছিলেন কামাল হোসেন কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীরা।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত ব্যাক্তিরা, যারা একসময় কামাল হোসেনের সান্নিধ্যে পড়াশোনা করেছেন, তারাও আজ উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বর্তমানে সিঙুরের স্কুলে কর্মরত সন্দীপ কুমার মৈত্র জানিয়েছেন, দুর্নীতি আগেও ছিল, এখনও আছে, আগামীদিনেও থাকবে। তার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তবে মেধার মূল্য রয়েছে। কেউ প্রকৃত অধ্যাবসায় করলে সে লক্ষ্য অর্জন করবেই। পাশাপাশি তিনি জানান, কামাল হোসেনের সান্নিধ্যে এসে, শিক্ষকের অমূল্য মন্তব্য অন্তরে ধারন করেছি এবং আমি লক্ষ্য পূরণ করেছি।
পাশাপাশি বর্তমানে কামাল হোসেন কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরাও জানিয়েছেন, কীভাবে প্রতিদিন শিক্ষকের দেখানো পথে হেঁটে তারা নিজেদের প্রস্তুত করছেন। কলকাতা ও আশেপাশের সমস্ত জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কামাল হোসেনকে শিক্ষক হিসেবে পেয়ে তারা গর্বিত। তার অনুপ্রেরণামূলক মন্তব্য, তার অনুশাসন, তার নিয়মানুবর্তিতার মধ্যেই নিজেদের চাকরির জন্য তৈরি করছেন ছাত্রছাত্রীরা। কামাল হোসেনের পড়ানোর পদ্ধতি, প্রতিদিনের পড়া ধরা, মক টেস্ট, শর্ট ট্রিকস এইসবই তাদের প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ সহায়তা করেছে।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে