নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - একদিকে পর পর তিনদিন সিবিআইয়ের জেরা অন্যদিকে মেয়ে অঙ্কিতার চাকরি চলে যাওয়া এত সব কান্ডের পর মঙ্গলবার দুপুরে মেখলিগঞ্জের নিজের বাড়িতে কলকাতা থেকে ফিরলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু তাকে স্বাগত জানাতে আজ নিজের বিধানসভার কোন কর্মী বা নেতাকে দেখা যায়নি।
এদিন থমথমে মুখে বাড়ির সামনে গাড়ি থেকে নামতে দেখা যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। তার সঙ্গে থাকা দুই সঙ্গীকে হাত নেড়ে কিছু নির্দেশ দিয়েই তিনি হন হন করে বাড়ির ভিতর ঢুকে পরেন। অন্যদিনের তুলনায় আজ মন্ত্রীকে বেশ ক্লান্ত ও বিধ্বস্ত দেখা যাচ্ছিল। এছাড়াও আজ সিবিআই তার সম্পত্তির হিসাব চেয়েছে। হয়তো সে সবের কাগজ পত্র সব ঠিকমত জোগাড় করে নেওয়ার জন্যই বাড়ি ফিরেছেন পরেশ।
গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় তিনি যে আয়ের সাথে তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন, তা কতটা সত্যি তা নিয়েও প্রশ্ন রয়েছে খোদ দলের অন্দর মহলে। এমনিতেই মন্ত্রীর মেয়ের চাকরি যাওয়ার পর সম্পত্তি নিয়ে একপ্রস্থ মুখ পোড়ার আশঙ্কায় দলের নীচু তলার কর্মীরা।
অপরদিকে সিবিআই জেরার মুখোমুখি হয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে নীরবেই মেখলিগঞ্জে ফিরলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারি। কলকাতা থেকে আজ সকাল ১০টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে বাড়ি ফেরেন তিনি। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। নিজের লালবাতি গাড়িতে চড়ে পুলিশের পাইলট নিয়েই বাড়ির পথে যাত্রা করেন তিনি। তবে এদিন তিনি কোন কথাই বলেননি। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে পরেন।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে সিবিআইয়ের কাছে হাজিরা দেন পরেশ অধিকারী। তিন দফায় তাঁকে দীর্ঘ জেরা করেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এমনকী তাঁকে ৪১ মাসের বেতনও জমা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যে তাঁর বেতন বন্ধের চিঠিও পৌঁছেছে অঙ্কিতার স্কুলে।
বর্তমানে রাজনৈতিক ভাবে এই মুহুর্তে যথেষ্টই কোনঠাসা অবস্থায় রয়েছেন পরেশ অধিকারি। মেধা তালিকায় জায়গা না পাওয়া সত্ত্বেও যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে দলবদলের পুরস্কার স্বরূপ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি দিয়েছিল এসএসসি। সম্প্রতি এনিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে