নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের বড় সাফল্য। গতকাল প্রায় ৭ কেজির বেশি সোনার বিস্কুট সহ ৪ জনকে হাসমিচক এলাকা থেকে আটক করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা বাবলু কুমার পাসওয়ান, সনু কুমার রাজ্জক এবং আলিপুরদুয়ারের বাসিন্দা প্রকাশ বিশ্বাস ও তপন কুমার।
পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের কাছ থেকে প্রচুর টাকা, সোনার বিস্কুট সহ সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে গোয়েন্দা দফতর। আজ অভিযুক্তদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে, বিচারক দুষ্কৃতীদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গোপন সূত্রে খবর পেয়ে হাসমিচক এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এরপরেই অভিযান চলাকালীন দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে নগদ ১ কোটি ১ লক্ষ ৩৪ হাজার টাকা, ২ কেজি ৬৭৭ গ্রাম সোনা ও ৪ কেজি ৫০০ গ্রাম সোনার বিস্কুট সহ ৭টি মোবাইল ফোন উদ্ধার হয়।
সোনার বিস্কুট গুলির বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা ওই সোনা হিলকার্ট রোডের একটি দোকান থেকে কিনে নিয়ে আসছিল। পরবর্তীতে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সেই দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রকাশ বিশ্বাস ও তপন কুমার নামক ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আইনজীবী সৌভিক সেনগুপ্ত বলেন, 'মঙ্গলবার হাসমিচক থেকে দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রচুর টাকা, সোনার বিস্কুট ইত্যাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বয়ান অনুযায়ী হিলকার্ট রোডের একটি দোকানে পুলিশ হানা দেয়। সেখান থেকে প্রকাশ বিশ্বাস ও তপন কুমার নামক আরও দুই জন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই মুহূর্তে এর বেশি তথ্য দেওয়ার অনুমতি নেই আমার কাছে'।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর