নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - দুঃসময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় এটাই স্বাভাবিক। কিন্তু করোনা মহামারির কোপে যখন সবাই ঘরবন্দি এবং শিক্ষার অচল অবস্থা তখন দুঃস্থ মেধাবী খুদেদের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদানে এগিয়ে আসেন বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ডঃসমিত কুমার সাহা। শিক্ষক হিসেবে পড়াশোনার অচল অবস্থা রুখতে নিজের খরচে ২০২২ সাল থেকে চালু করেন 'আদর্শ শিক্ষা নিকেতন'।
স্থানীয় সূত্রে জানা গেছে , বরাবরই সমাজের দুঃস্থদের সহায়তা করতে পাশে থাকেন ডঃসমিত কুমার সাহা। কোভিড পরিস্থিতিতে দুঃস্থ শিশুদের পড়াশোনা যাতে একেবারেই বন্ধ না হয়ে যায় সেকারণে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার আদিবাসি পাড়ায় প্রথম শ্রেণী থেকে চতুর্থশ্রেণি পর্যন্ত দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেন 'আদর্শ শিক্ষা নিকেতন'। বাংলা, ইংরেজি ও গণিতের বিষয়ে প্রথাগত শিক্ষা ছাড়াও বড় বড় মহাপুরুষের জীবন কাহিনী এবং আদর্শকে সামনে রেখে ভবিষ্যতে সুনাগরিক ও ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষাও দেওয়া হয়।
আদর্শ শিক্ষানিকেতনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন বড় বড় মহাপুরুষদের জীবন এবং আদর্শকে সামনে রেখে ছোটো ছোটো খুদেরা যেন ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে এবং সমাজ প্রেমী হয়ে উঠতে পারে। পরিবেশে যে পশুপাখি রয়েছে তাদের প্রতিও যাতে তাদের প্রেম জন্মায় সেই উদ্দেশ্যেই আদর্শ শিক্ষানিকেতনের সূচনা। প্রথমে খোলা ছাদের নিচে পড়ুয়াদের ভিড় না হলেও আসতে আসতে সেই সংখ্যা বাড়ছে এবং তাতেই খুশি অধ্যাপক ডঃসমিত কুমার সাহা। তার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অভিভাবকরা।
নজিরবিহীন এই উদ্যোগ সম্পর্কে বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডঃ সমিত কুমার সাহা বলেন,"করুনার সময় লেখাপড়ার ব্যাঘাত ঘটেছিল ছোট ছোট ছেলেমেয়েদের। আতঙ্ক পরিবেশে স্কুল যেতে পারেনি, লেখাপড়া শিখতে পারেন তারা। তখন থেকেই দুঃস্থ ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়ানোর কথা চিন্তা করি। এটা পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগের সম্পূর্ণ অরাজনৈতিকভাবে করা হয়েছে, আদর্শ শিক্ষা নিকেতনের মাধ্যমে বিভিন্ন বড় বড় মহাপুরুষদের জীবন এবং আদর্শকে সামনে রেখে তারা যেন ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে এবং তাদের মধ্যে নীতিবাদ জন্মাতে পারে সেটাই আমি আশা রাখি এবং তবেই গড়ে উঠবে সোনার বাংলা।"
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক