নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সপ্তাহের শুরুতে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুটি অটো। দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৯ জন অটোযাত্রী। জখমদের মধ্যে দুই অটোচালক, দুই শিশু ও তিনজন মহিলা রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুল সংলগ্ন ক্যানিং-হেড়োভাঙা রোডে। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন দুপুরে যাত্রী নিয়ে একটি অটো হেড়োভাঙা থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। সেই সময় অপর একটি যাত্রীবাহী অটো ক্যানিং থেকে হেড়োভাঙার দিকে যাচ্ছিল। তবে রায়বাঘিনী উচ্চমাধ্যমিক স্কুল সংলগ্ন এলাকা আচমকা দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই অটোচালক সহ মোট ৯ জন গুরুতর জখম হয়। এই দৃশ্য দেখতেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ হাসপাতালে পৌঁছে জখমদের চিকিৎসার ব্যবস্থা করেন। জখমরা হলেন বিধান নাইয়া,দিলীপ সরদার,হাবিবা মোল্লা,রিজিয়া মোল্লা,রুবিনা লস্কর,সিরাজুল সরদার,আরিয়ান মোল্লা,গোপাল গায়েন,গোপাল মন্ডল। পাশাপাশি কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো সেবিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
অন্যদিকে ক্যানিং-হেড়োভাঙা রোডের অটোযাত্রীদের দাবি , দীর্ঘদিন এই রুটে বাস চলাচল বন্ধ। অটোর দৌরাত্ম্য বেড়েছে। এক একটি অটো ৭/৮ জন যাত্রী নিয়ে চলাচল করে।চালক ঠিকমতো বসতে পারে না। যার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। বাস চলাচল শুরু হলে অটোর দৌরাত্ম্য কমবে।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে