নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - রণবীর ও আলিয়ার জাঁকজমক বিয়ের পর ফের বলিপাড়ায় বাজলো বিয়ের সানাই। সঙ্গীত শিল্পী এ আর রহমানের কন্যার বিবাহ অনুষ্ঠান হল রাজকীয় ভাবে। অস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পীর কন্যা খাদিজা রহমান সাত পাকে বাঁধা পরলেন রিয়াসদীন শাইক মহাম্মদের সঙ্গে। এদিন সঙ্গীত শিল্পী এ আর রহমান, তার মেয়ে ও নতুন ইঞ্জিনিয়ার জামাই সহ পুরো পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ের কিছু ক্যামেরাবন্দি ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
বিয়েতে সঙ্গীত শিল্পীর কন্যা সেজেছিলেন সুন্দর সাদা একটি পোশাকে। এমনকি বিয়ের কনে সেজেছিলেন পুরোপুরি সাবেকি সাজে। অন্যদিকে রিয়াসদীন শাইক মহাম্মদ সেজে উঠেছিলেন সাদা শেরওয়ানির সাজে, নতুন বউয়ের সাজ পোশাকের সঙ্গে মিলিয়ে।
এদিন সঙ্গীত শিল্পীর কন্যার বিবাহ অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। সেই জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে কিছু বিশেষ ঝলক ক্যামেরাবন্দি করতে ভুলেননি সঙ্গীত শিল্পী। সেই ছবি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে দিলেন জনপ্রিয় গায়ক।
তবে এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিল খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধু-বান্ধবদের একাংশ। সঙ্গীত শিল্পীদের ছবি দেখে উচ্ছ্বাসে ফেটে পরে নেটিজেনদের একাংশ। এরপর ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে সকলেই নবদম্পতিকে অনেক শুভেচ্ছা জানায়।
এমনকি নবদম্পতির এনগেজমেন্ট হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে ঠিক সঙ্গীতশিল্পী কন্যার জন্মদিনের দিন। তারপরই সঙ্গীত শিল্পী কন্যা খাদিজা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের শুভ সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নেয়।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এ আর রহমান ক্যাপশনে লিখেছেন, 'ঈশ্বর যেন এই নতুন দম্পতিকে আশীর্বাদ করে চির সুখে থাকার জন্য। ভালোবাসা ও শুভেচ্ছার জন্য সকলকে আমার তরফ থেকে অগ্রিম ধন্যবাদ'।
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
তিরঙ্গার সাজে সেজে উঠেছে দুই ব্যস্ততম স্টেশন , অমৃৎ মহোৎসবে মাতোয়ারা রেলকর্মীরাও
শিল্পীর পরিবারকে চিকিৎসা সহ আর্থিক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
পদ্মশ্রী ডক্টর কে. এম. ত্রিপাঠীর হাতে আইটিআই ক্যাম্পাসে ম্যাপের উদ্বোধন
আদালতের সঙ্গে সঙ্গে তিরঙ্গা রঙে সেজে উঠেছে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রও
বাড়িতে দেশের পতাকা লাগিয়ে প্রার্থনা করুন, পুজন করুন , নমন করুন, এলাকাবাসীর কাছে আবেদন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার
বাচ্চাদের সঙ্গে হাতেও তিরঙ্গা পতাকা নিয়ে ছেলের দীর্ঘায়ু কামনা হীরাবেনের
দলবেঁধে বলিউড ছবিকে ফ্লপ করিয়ে যারা আনন্দ পাচ্ছে পাক, অনেক দিন পর আমি মনের মতো সিনেমা দেখলাম , প্রতিক্রিয়া তসলিমার
হার ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে ভারতে এক নতুন বিপ্লবের সঞ্চার ঘটলো , উচ্ছাসিত প্রতিক্রিয়া অনুপম খেরের
গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে তিরঙ্গা মিছিল
জাতীয় পতাকা পেতেই হার ঘর তিরঙ্গা কর্মসূচিতে মাতলেন আনন্দ মাহিন্দ্রা
প্রধানমন্ত্রীর অভিনব কর্মসূচিতে উচ্ছাসিত ভারতীয় ডাক বিভাগ
কিছুদিন আগেই ইন্সটাগ্রাম স্টোরিতে তার নতুন গাড়ির ঝলক দেখিয়েছিলেন