নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - এবার এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১০০ কোটি টাকার প্রাচীন প্রত্নতাত্ত্বিক সামগ্রী। শুক্রবার বিকালে দেগঙ্গার হাদিপুরে আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল সামগ্রী। অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি দফতরের আধিকারিকেরা অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে দেগঙ্গার হাদিপুরে আসাদুজ্জামানের বাড়িতে হানা দেন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টির আধিকারিকেরা। মূলত প্রত্নতাত্ত্বিক সামগ্রীর ক্রেতা সেজেই তারা আসাদুজ্জামানের বাড়িতে যান। তারপর তার দোতলার তিনটি ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রত্নতাত্ত্বিক সামগ্রী।
এই সামগ্রী আসাদুজ্জামানের দোতলার তিনটি ঘরে গোডাউন করে রাখা ছিল।যার মধ্যে রয়েছে হাতিরি দাঁত হরিণের পা, প্রাচীন দেবদেবীর মূর্তি এবং আরো অন্যান্য সামগ্রী। এগুলির বর্তমানে মোট বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি দফতরের আধিকারিকেরা। এগুলি নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তারা।
তবে বিপুল পরিমাণ এই প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধারের জন্য আসাদুজ্জামানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। বরং আসাদুজ্জামান ভেঙে যাওয়া প্রত্নতাত্ত্বিক সামগ্রী জোড়া লাগাতে পারে। তাই অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টিতে আসাদুজ্জামানকে ৫০০ টাকা রোজে অস্থায়ী চাকরি দেওয়া হচ্ছে। এছাড়া তার কাছ থেকে এই সমস্ত সামগ্রী উদ্ধার হওয়ায় যে সংগ্রহশালা তৈরি হবে, সেখানে এগুলির পাশে আসাদুজ্জামানের নাম থাকবে বলেও অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টি দফতরের তরফে জানানো হয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।