নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - গত দুমাস ধরে রাজ্যের প্রান্তে প্রান্তে অভিযোগ উঠছে নাবালিকা নির্যাতনের। এরই মধ্যে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিল বারাসাতের নাবালিকার যৌন নির্যাতনের ঘটনা। এরপর বছর ঘুরলেও সেই ঘটনার ন্যায় বিচার পায়নি নির্যাতিতার পরিবার। পুরনো ঘটনার জেরে মানসিক চাপ সহ্য না করতে পেরে গত ৪ই এপ্রিল আত্মঘাতী হয় ওই নাবালিকা। এবার ন্যায় বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন নাবালিকার পরিবার।
গত বছরে ঘটনাটির শুরু। নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনার পর পুলিশের কাছে বিচার চাইতে গেলেও কোনো লাভ হয়নি। এরপর গ্ৰামের নেতারা দুই পরিবারের মধ্যে সালিশি করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। তারপর সালিশি সভায় ঠিক হয় নির্যাতিতা সাবালিকা হলেই অভিযুক্ত যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু তার পরেও নাবালিকাকে অভিযুক্ত যুবক নানা ভাবে অত্যাচার করে। গত ৪ই এপ্রিল অবসাদে নাবালিকাটি আত্মহত্যা করে।
এরপর মৃত্যুর ২৩ দিন কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয় মৃত নির্যাতিতার পরিবার। লিখিতভাবে গোটা বিষয়টি জানায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি বারাসাত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়েরও দ্বারস্থ হন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
এবিষয়ে মৃতের মামা জানিয়েছেন,'বছর খানেক আগে এলাকার এক যুবক ভাগ্নিকে অপহরণ করে অত্যাচার করে। তখন পুলিশকে জানিয়ে লাভ হয়নি। তারপর সালিশিতে ঠিক হয়, মেয়ে সাবালিকা হলে ওই যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরও ভাগ্নিকে ফোন করে নানাভাবে উত্যক্ত করা হত। এই কারণেই অবসাদে ভাগ্নি আত্মঘাতী হয়। এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ পুলিশের সর্বস্তরে সুবিচার চেয়ে আবেদন করেছি'।
শুক্রবার থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হয়েছে
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের