নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেকের পর এবার তাঁর বাবা-মাকে তলব করল ইডি। লিপস অ্যান্ড বাউন্স মামলায় তাঁদের তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে অভিষেকের মা বাবা আদৌ যাবেন কি না তার কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রের খবর , লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ইডি তলব করেছে। আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে। অভিষেকের পর তার মা ও বাবাকে তলব করা নিয়ে ফের উত্তাল হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। এখন হাজিরা নিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।
প্রসঙ্গত , সোমবার আদালতে অভিষেকের সম্পত্তির খতিয়ান জমা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, "অভিষেক বন্দোপাধ্যায় একজন সাংসদ। তার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই?" ইডি অ্যাকাউন্ট আছে বলে জানালে বিচারপতি জানান, আপনারা তথ্য গোপন করেছেন।
পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান কোথায়? তিনি আরও বলেন,
"মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। তদন্তের গতি নেই।" আর অমৃতা সিনহার এই বক্তব্যের পরেই অভিষেকের বাবা মাকে তলব ইডির।