নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - এতদিন তার রাজনৈতিক যোগ্যতা, সম্পত্তি নিয়ে কটাক্ষ করতেন বিরোধীরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন ডায়মন্ড হারবারের সভা শেষে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন,'ওকে রাজনীতিতে যে পরিচয় দিয়েছেন, যার পরিচয়ে ও সভা করছে, পুলিশ নিয়ে ঘুরছে, ওর সেই মালিককে আমি হারিয়েছি।ও তো উচ্চমাধ্যমিক পাশ করেছে। এমবিএর ভুয়ো ডিগ্রি। অর্ধশিক্ষিত। ঝাড়ের বাঁশ কি আলাদা হয় নাকি? আমরা খেটেখুটে ২০১১ সালে করে দেওয়ার পর ও প্লেনে করে নেমেছে।'
এরপরেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ নিয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, ' ওর পিসি সেদিন কার্যত আমাকে পা ধরার কথা বলবো না, বয়সে বড়। তাই বলছি, হাত ধরে আমাকে বোঝাতে চেয়েছিল। সে সুযোগ আমি দিইনি। আমি মনোজ টিজ্ঞা, অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ীকে নিয়ে গিয়ে সে সুযোগ দিইনি, আর ওই নাবালকের কথার কি উত্তর দেব। পিসি কাল ক্ষমতায় না থাকলে ওকেও কেউ চিনবে না।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।